নিজস্ব প্রতিনিধি:: দেশের আইন-শৃঙ্খলা অবনতি হওয়ায় ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দির পাহারায় নিয়োজিত আছেন খুলনা জেলার আনসার ও ভিডিপির প্রায় ১০০০ জন সদস্য-সদস্যা।
আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ কার্যালয় গণসংযোগ সমন্বয়কারী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন সুত্রে জানাগেছে,কিছু কিছু এলাকায় লুটপাট ও ডাকাতির খবর জেনে জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে। আর এ ধরনের আতঙ্ক থেকে রেহাই পেতে আনসার ও ভিডিপি সদস্যরা সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন এলাকায় গিয়ে মন্দির কমিটির সাথে মতবিনিময় করছেন এবং এলাকা ভিত্তিক এলাকা বাসীদের নিয়ে বিভিন্ন গ্রুপ করে রাতভর পাহারা দিচ্ছেন।
উল্লেখ্য যে, খুলনা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থানা, জেলখানা, পাড়া/মহল্লায় নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন আনসার ও ভিডিপির সদস্যরা।
Leave a Reply