1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

সেবামূলক কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন কর্মকর্তাদের সভা

  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: সেবামূলক কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন কর্মকর্তাদের এক সভা রবিবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। নৌবাহিনী-খুলনার কমান্ডার সৈয়দ ওয়ারেস আলী, কমান্ডার মো: মুজিবুর রহমান ও গ্যারিসন ইঞ্জিনিয়ার দেবাশিষ মল্লিক উপস্থিত ছিলেন।
সভায় কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের নগরবাসীর সেবক হিসেবে উল্লেখ করা হয় এবং দল-মতের উর্ধ্বে থেকে সেবার মানসিকতা নিয়ে সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেয়া হয়। নগরবাসী নাগরিক সেবা যেন নির্বিঘেœ পেতে পারে সে বিষয়ে সকল কর্মকর্তা কর্মচারীকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানানো হয়।
কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আব্দুল আজিজ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ^াস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, কালেক্টর অব ট্যাক্সেস তপন কুমার নন্দী, সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম, এস্টেট অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার, বাজার সুপার মোঃ আব্দুল মাজেদ মোল্যা, আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক, লাইসেন্স অফিসার (যানবাহন) খান হাবিবুর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট