বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামায়াত ইসলাম কর্তৃক আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও ছাত্র-জনতার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার দিকে বেনাপোল মহিলা আলিম মাদ্রাসায় বাংলাদেশ জামায়াত ইসলাম-এর আয়োজনে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ ইমামুল ইসলাম। বাংলাদেশ জামায়াত ইসলামের বেনাপোল ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ারুল কবির – এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোরের জেলার বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির মাওলানা মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেনাপোল পৌরসভার বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির মোঃ রেজাউল ইসলাম প্রমূখ।
Leave a Reply