1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান! ‘যেকোনো সময় হামলা চালাব’: ভেনেজুয়েলায় হামলার হুমকি ট্রাম্পের এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে প্রধান উপদেষ্টা হযরত শাহজালাল বিমানবন্দরে রপ্তানি কার্গো থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাগেরহাটে বি এনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া। খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা পাইকগাছায় কে এফ ডি ’৮৯ ব্যাচের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ বাগেরহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পাইকগাছা অঞ্চলের আমু্ল পরিবর্তনের আনার অঙ্গীকার করলেন-আবুল কালাম আজাদ

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতের সঙ্গে দ্রুতই বৈঠক-রিজওয়ানা হাসান

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে দ্রুতই বৈঠক হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর গ্রিন রোডের পানি ভবনের সম্মেলন কক্ষে ‘অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার’ বিষয়ক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আন্তর্জাতিক নদীতে আমাদের ভাগের একটি হিসেব রয়েছে। আমরা সেটি নিয়ে খুব শিগগিরই ভারতের সঙ্গে বসবো। আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে কারো একার দাবি করা ঠিক নয়। আমার মানুষদের পানি দিয়ে পরে আমি অন্য মানুষের কথা ভাবব, এটা বলার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, আমরা পানির এই হিস্যা নিয়ে জনমানুষের কথা শুনে আলোচনার পয়েন্টগুলো নির্ধারণ করব। তবে এই মুহূর্তে আরও কিছু বিষয় বেশি গুরুত্ব দিয়ে দেখার কারণে হয়ত আরও কিছুদিন সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, ১৯৯৭ সালে যে আন্তর্জাতিক আইনটি আছে সেটা কেবল নদী না ভূগর্ভস্থ পানি নিয়েও। কিন্তু সেটা সার্চের কোন রাষ্ট্রই স্বাক্ষর করেনি এবং প্রায় কোন উজানের দেশই স্বাক্ষর করেনি বলা হয়েছে। ৩৬টি রাষ্ট্র অনুসাক্ষর করলেও কার্যকর হবে। সেই ১৯৯৭ সালের ইন্টারন্যাশনাল কনভেনশন চালু হলো ২০১৪ সালে এসে। তার কারণ ৩৬টি দেশের স্বাক্ষর জোগাড় করতে এত সময় লাগলো। এটি আমাদের বলে দেয় উজানের দেশগুলো যেখানে ন্যায্যতা ও সমতা পাওয়ার কথা আছে সেগুলো স্বাক্ষরে আগ্রহী নয়।

আমি আশ্বস্ত করতে চাই বর্তমান সরকার ১৯৯৭ সালের এই কনভেনশন বাংলাদেশ অনুস্বাক্ষর করলে তা বাংলাদেশের পক্ষে যাবে কিনা এটা সক্রিয়ভাবে এবং ইতিবাচকভাবে বিবেচনা করছে। কিন্তু এখানে এতদিন যখন বাংলাদেশ স্বাক্ষর করেনি তার নিশ্চয়ই লিখিত কারণ আছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে সে কারণগুলো এসেছে। আমাদের খতিয়ে দেখতে হবে তারা কেন আপত্তি উত্থাপন করেছে। আমরা যখন উজানের কথা বলি আমাদের উজান শুধু ভারত না আমাদের উজান নেপাল ও চীন থেকে ও আসে বলেও জানান এই উপদেষ্টা।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ব নদী দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক এবং পরিবেশবাদী সংগঠন বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট