1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
একটি দলের কর্মকাণ্ড মানুষ ১৯৭১ সালে দেখেছে-তারেক রহমান নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে-মেডিকেল বোর্ডের চিকিৎসক সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন। পাইকগাছায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কমিটির সভা এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ঘোষণা মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জেলে উদ্ধার ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় সিইসি ও চার নির্বাচন কমিশনার

ইলিশ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে সুন্দরবনের নদীতে কোস্টগার্ডের টহল

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: ১২ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ শিকারের ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। ইতোমধ্যে জাল, নৌকা, ট্রলারসহ ইলিশ শিকারের সব সরঞ্জাম নদীতে থেকে উঠিয়ে নিয়েছে জেলেরা। তবে নিষেধাজ্ঞার সময় কোনো অসাধু জেলে যাতে নদীতে মা ইলিশ শিকার করতে না পারেন সেজন্য কঠোর অবস্থানে রয়েছে কোস্টগার্ড পশ্চিম জোন।

মোংলা ও সুন্দরবন উপকূলীয় এলাকায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ডের একাধিক টিম নদী ও সমুদ্র এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। নিষেধাজ্ঞা চলাকালীন কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত সবগুলো স্টেশন ও আউটপোস্টের মাধ্যমে কঠোর নজরদারি রাখা হবে পাশাপাশ বিভিন্ন জেলে পল্লীতে মাইকিং করে জেলেদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. তারেক আহমেদ জানান, বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে ‘মা ইলিশ’ রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই ধারবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে কোস্টগার্ড পশ্চিম জোন। তিনি বলেন, জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্টগার্ড। ১৩ অক্টোবর রবিবার মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথমদিনে বাংলাদেশ কোস্টগার্ড বেইস মংলা কর্তৃক পশুর নদীতে কোস্ট গার্ড টহল কার্যক্রম পরিচালনা করছে। অবরোধ সফল করতে আমরা অভিযান শুরু করেছি। আইন অমান্য করলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থ গ্রহণ করা হবে।

এদিকে মাছ ধরার ট্রলার যাতে জেলেপল্লী থেকে বের হতে না পারে সে দিকে সার্বক্ষনিক নজরদারি রাখছে কোস্টগার্ড। এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভায়শ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের টহল ২৪ ঘন্টা অব্যাহত আছে এবং থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট