নিজস্ব প্রতিনিধি:: মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ বাস্তবানের অংশ হিসেবে খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এর নেতৃত্বে ৫০ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ।
খুলনা জেলার দাকোপ, বটিয়াঘাটা ও রূপসা উপজেলার নদীতে একযোগে ইলিশ সংরক্ষণ অভিযান সোমবার (২১ অক্টোবর) দিন ব্যাপি পরিচালিত হয়। বাংলাদেশ নৌ পুলিশের সহযোগিতায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন দাকোপ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, বটিয়াঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান ও রূপসা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস। এছাড়া মৎস্য বিভাগের উপজেলা সমূহের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানে খুলনার বিভিন্ন নদী থেকে ৫০ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ নদীতে অবমুক্ত করা হয়।
Leave a Reply