1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৯ মে ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

বেনাপোল বন্দরে স্ট্রোক জনিত কারনে ভারতীয় ট্রাক চালকের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ভারত থেকে পন্য নিয়ে বেনাপোল বন্দরে আসা দিনেশ চাদঁ যাদব (৫২) নামে এক ভারতীয় ট্রাক চালকের মৃত্যু হয়েছে। সে গতকাল বৃহস্পতিবার তুলা নিয়ে বাংলাদেশে আসে। বেনাপোল বন্দরের ২৫ নম্বর সেডের টিটিআই এসিডের মাঠে গাড়ির মধ্যে ঘুমিয়ে ছিল। সেখানে রাতে কোন এক সময় স্ট্রোক করেছে বলে পাশের ট্রাকে থাকা অনেক ট্রাক চালক জানান।

আজ শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে দুদেশের আমদানি-রফতানি গেটে তার মৃত্যু হয়।

দিনেশ চাদঁ যাদব ভারতের উত্তর প্রদেশের আহমেদ নগর জেলার জালালপুর এলাকার বাসিন্দা। তার ট্রাক নাম্বার – GJOIHT-1454, উক্ত পন্যের বাংলাদেশি আমদানিকারক প্রতিষ্ঠানের নাম রোজ ইন্টিমেস লিমিটেড।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বেনাপোল বন্দরে আমদানি কৃত পণ্য নিয়ে আসার পর ভারতীয় এক ট্রাক চালক অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে আমরা দ্রুত বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবীর তরফদারের মাধ্যমে পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলের সাইনি ও পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীকে জানাই তাকে দ্রুত ভারতে নিয়ে চিকিৎসা দেয়ার জন্য। কিন্তু পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ তাকে নিতে অনেক বিলম্ব করে ফেলে। ফলে সে দুদেশের আমদানি-রফতানি গেটেই সে মারা যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, বন্দরে একজন ভারতীয় ট্রাক চালক মারা গেছে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ময়না তদন্তের জন্য মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে ভারতের বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট