দাকোপ প্রতিনিধি :: দাকোপে জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনা এবং পরিবর্তন বিষয়ক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের যৌথ বাস্তবায়নে জেন্ডার রেস্পন্সিভ কোস্টাল অ্যাডাপটেশন (জিসিএ) প্রকল্পের আওতায় ট্র্যাশ বক্স লিমিটেডের আয়োজনে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় চালনা বাস স্টান্ড ইউএনডিপি’র প্রকল্প অফিসে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা প্রধান অতিথি এবং ট্র্যাশ বক্স লিমিটেডের কো-অর্ডিনেটেটর মোঃ সাকিবুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বিষয় ভিত্তিক আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, ট্র্র্যাশ বক্স লিমিটেডের ডকুমেনটশন অফিসার ফরহাদ ফেরদাউস, প্রোগ্রাম অফিসার নিশাত তাসনিম লিজা, চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক এএইচ এম, শহীদুল্লাহ, মোহাম্মাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামনা ঘোষ, সাংবাদিক মোঃ মামুনুর রশিদসহ নারীনেত্রী বৃন্দ ও সুবিধাভোগী। বৈঠকে খুলনা ও সাতক্ষিরার দক্ষিন পশ্চিম উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলোর সহনশীল জীবিকা এবং নিরাপদ পানীয় জলের সমাধান বাস্তবায়ন ও ব্যবস্থাপনার লক্ষ্যে অ্যাডাপ্টিভ লার্নিং ক্যাম্পেইনে এলাকার তরুন-তরুনী ও কিশোর- কিশোরীদের দীর্ঘমেয়াদী অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে। একই সাথে জলবায়ু পরিবর্তনের কারণ, ভবিষ্যৎ পরিবর্তন, অভিযোজন প্রযুক্তি, নারীর ক্ষমতায়নে আচরণগত পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অন্তর্ভূক্ত করছে।
Leave a Reply