দাকোপ প্রতিনিধি:: কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চল ও ডিআইডিআরএম প্রকল্পের ডিজাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের আয়োজনে এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিবিএম গ্লোবাল ডিজেএ্যাবিটি’র সহযোগীতায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবন হল রুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সরদার, আইসিটি কর্মকর্তা সমীর বিশাস,সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির। সভায় স্বাগত বক্তৃতা করেন সুতারখালী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আয়ুব আলী ঢালী। সভাটি পরিচালনা করেন ডিজেএ্যালিটি ইনক্লুন্স অফিসার রিপা খানম। অন্যানের মধ্যে উপস্থিত থেকে সহযোগীতা করেন ধীরাজ রায়, তানিয়া গাইন, মুজাহিদুল ইসলামসহ সুতারখালী ইউনিয়নের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি (প্রতিবন্ধী ) প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।
Leave a Reply