1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
গোপনে ‘ইসরায়েল’ থেকে ২২শ কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ তিন দিনের সফরে ঢাকা আসছে ইউরোপীয় প্রতিনিধিদল বাগেরহাটে বিনামূল্যে শিক্ষার্থীদের দৃষ্টি পরীক্ষা অনুষ্ঠিত বাগেরহাটে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের স্বার্থ অগ্রাধিকার পাবে -জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবা ও ক্রিস্টাল মেথ জব্দ মোংলায় বহুপক্ষীয় অংশজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক গঠন পাইকগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে ১ জনও নারী শিক্ষক নেই !

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে সবাই একমত, তবে সিদ্ধান্ত হয়নি-আলী রিয়াজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কীভাবে হবে তা এখনো চূড়ান্ত না হলেও বর্তমানে প্রচলিত বিধান পরিবর্তনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, “রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় একটি বিষয় স্পষ্ট— সব রাজনৈতিক দল মনে করে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তনের বিষয়ে সব রাজনৈতিক দল সম্মত হয়েছে। তবে পরিবর্তনের নির্দিষ্ট কাঠামো ও প্রক্রিয়া নিয়ে আমরা আরও আলোচনা করব।”

তিনি আরও বলেন, “আলোচনায় বিভিন্ন মতপার্থক্য থাকলেও পরিবেশ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। সবাই গঠনমূলক মতামত দিচ্ছেন। আজ সবাই একমত হয়েছেন যে, রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান পদ্ধতির সংস্কার প্রয়োজন।”

প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে আলী রিয়াজ বলেন, “একই ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না— এ বিষয়ে আলোচনা হয়েছে। কয়েকটি দল এই প্রস্তাবকে ইতিবাচকভাবে বিবেচনার কথা জানিয়েছে। অন্যান্য কিছু প্রস্তাবও আলোচনায় এসেছে। আগামী রোববার সকাল সাড়ে ১০টায় পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে। সেদিন অসম্পূর্ণ ও বিতর্কিত বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।”

দ্বিকক্ষ আইনসভা বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “বেশিরভাগ দল দ্বিকক্ষ সংসদের পক্ষে এবং উচ্চকক্ষে ১০০ সদস্য রাখার বিষয়ে মত দিয়েছে। তবে এখনো বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। এ নিয়ে আরও আলোচনা প্রয়োজন।”

সংলাপে যেসব বিষয়ে ঐকমত্য হবে না, সেগুলোর ভবিষ্যৎ কী হবে— এমন প্রশ্নে অধ্যাপক আলী রিয়াজ বলেন, “আমরা আশাবাদী যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব। যেসব বিষয়ে একমত হতে পারব না, সেগুলোকেও আমরা ইতিবাচকভাবে তুলে ধরব এবং আলোচনা চালিয়ে যাব।”

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট