নিজস্ব প্রতিনিধি:: জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে দাকোপ উপজেলায় গুজব, মিথ্যাচার এবং ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ তুলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলন খুলনা জেলা কমিটির সহকারী মুখপাত্র বোখারী শিকদার। তার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি সম্প্রতি কিছু ‘ভুয়া জুলাই যোদ্ধা’ এবং স্বঘোষিত নেতা-সমন্বয়কারীদের বিরুদ্ধে সতর্কবার্তা উচ্চারণ করেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, “জুলাই মাস আসতে না আসতেই দীর্ঘ এক বছর পরে দাকোপ থেকে একের পর এক ‘জুলাই যোদ্ধা’ বের হচ্ছে, যারা আন্দোলনের সময় মাঠে না থাকলেও এখন নিজেদের স্বার্থ উদ্ধারে সক্রিয় হয়ে উঠেছে।”
তিনি আরও উল্লেখ করেন, “৫ তারিখের আগে হাতেগোনা কয়েকজন ছাড়া কাউকেই মাঠে দেখা যায়নি। অথচ এখন তারা অনলাইন টক শো আর সংবাদে নিজেদের প্রচার করছেন। এটা একটি লজ্জাজনক এবং হাস্যকর ব্যাপার।”
বোখারী শিকদার প্রশ্ন তোলেন—আসল ত্যাগীদের কদর কোথায়? তিনি বলেন, “অনেকে জুলাই অভ্যুত্থানে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত ছিল এবং বহু ত্যাগ করেছে, এমনকি চাকরি পর্যন্ত হারিয়েছে। আজ তাদের কোনো স্বীকৃতি নেই, অথচ যারা দালালি করে নেতা বনে যাচ্ছে, তারা খবরে জায়গা পাচ্ছে।”
তিনি নাম উল্লেখ না করে আওয়ামী লীগ ঘনিষ্ঠ কিছু নেতার দিকেও ইঙ্গিত করেন, যাদের বিরুদ্ধে বিএনপির প্রকৃত ত্যাগী নেতাদের অবমূল্যায়নের অভিযোগ তোলেন।
তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টভাবে বলেছেন, ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। অথচ এখন তা উপেক্ষিত।”
নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তবে নীতির পক্ষে অবস্থান তার সব সময় থাকবে।
সবশেষে তিনি আহ্বান জানান, “ব্যানারের রাজনীতি নয়, করুন নীতির রাজনীতি।”
Leave a Reply