1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন-নাহিদ ইসলাম গাজায় এক দিনে নিহত আরও ১৩৮ ফিলিস্তিনি বিগত বছরগুলোর সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের মাধ্যমে তদন্ত হবে-প্রেস সচিব পাইকগাছায় বনবিবি’র বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে খুলনা বিভাগের সুনাম রয়েছে-খাদ্য উপদেষ্টা পাইকগাছায় খাবারে চেতনা নাশক মিশিয়ে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট জুলাই অভ্যুত্থান নিয়ে গুজব ও ভুয়া সমন্বয়কারীদের বিরুদ্ধে ক্ষোভ,সতর্ক করলেন সহকারী মুখপাত্র বোখারী শিকদার ১৬১১১-এ ফোন পেয়ে অসুস্থ যাত্রীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড ভোলায় ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করল কোস্টগার্ড চীনের কাছে ট্রাম্পের ‘আত্মসমর্পণ’, নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

জুলাই অভ্যুত্থান নিয়ে গুজব ও ভুয়া সমন্বয়কারীদের বিরুদ্ধে ক্ষোভ,সতর্ক করলেন সহকারী মুখপাত্র বোখারী শিকদার

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে দাকোপ উপজেলায় গুজব, মিথ্যাচার এবং ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ তুলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলন খুলনা জেলা কমিটির সহকারী মুখপাত্র বোখারী শিকদার। তার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি সম্প্রতি কিছু ‘ভুয়া জুলাই যোদ্ধা’ এবং স্বঘোষিত নেতা-সমন্বয়কারীদের বিরুদ্ধে সতর্কবার্তা উচ্চারণ করেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, “জুলাই মাস আসতে না আসতেই দীর্ঘ এক বছর পরে দাকোপ থেকে একের পর এক ‘জুলাই যোদ্ধা’ বের হচ্ছে, যারা আন্দোলনের সময় মাঠে না থাকলেও এখন নিজেদের স্বার্থ উদ্ধারে সক্রিয় হয়ে উঠেছে।”

তিনি আরও উল্লেখ করেন, “৫ তারিখের আগে হাতেগোনা কয়েকজন ছাড়া কাউকেই মাঠে দেখা যায়নি। অথচ এখন তারা অনলাইন টক শো আর সংবাদে নিজেদের প্রচার করছেন। এটা একটি লজ্জাজনক এবং হাস্যকর ব্যাপার।”

বোখারী শিকদার প্রশ্ন তোলেন—আসল ত্যাগীদের কদর কোথায়? তিনি বলেন, “অনেকে জুলাই অভ্যুত্থানে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত ছিল এবং বহু ত্যাগ করেছে, এমনকি চাকরি পর্যন্ত হারিয়েছে। আজ তাদের কোনো স্বীকৃতি নেই, অথচ যারা দালালি করে নেতা বনে যাচ্ছে, তারা খবরে জায়গা পাচ্ছে।”

তিনি নাম উল্লেখ না করে আওয়ামী লীগ ঘনিষ্ঠ কিছু নেতার দিকেও ইঙ্গিত করেন, যাদের বিরুদ্ধে বিএনপির প্রকৃত ত্যাগী নেতাদের অবমূল্যায়নের অভিযোগ তোলেন।

তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টভাবে বলেছেন, ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। অথচ এখন তা উপেক্ষিত।”

নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তবে নীতির পক্ষে অবস্থান তার সব সময় থাকবে।

সবশেষে তিনি আহ্বান জানান, “ব্যানারের রাজনীতি নয়, করুন নীতির রাজনীতি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট