1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন-আমীর এজাজ বিএনপি চুরি করে নয়,সরাসরি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়- আমীর এজাজ খান সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে-জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব কপিলমুনিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বদরুল আলম বটিয়াঘাটায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারতের কারাগারে ৮ মাস কারাবাস শেষে দেশে ফিরল বাংলাদেশি বৃ্দ্ধা যোহরা বেগম সুন্দরবনের কৈখালী থেকে অস্ত্র ও গুলি জব্দ করেছে কোস্টগার্ড ছাত্রবিষয়ক সম্পাদকের রোগমুক্তিতে জবি ছাত্রদলের আয়োজনে দোয়া ও মিলাদ-মাহফিল ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত সারাদেশে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

বিএনপি চুরি করে নয়,সরাসরি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়- আমীর এজাজ খান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: বিএনপি চুরি করে নয়,সরাসরি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় এ কথা উল্লেখ করে খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক,খুলনা-১ আসন তথা (দাকোপ-বটিয়াঘাটা) উপজেলার সংসদীয় এলাকায় বিএনপির বার বার মনোনীত সাবেক প্রার্থী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ আমীর এজাজ খান বলেন, দীর্থ ১৫ বছরের স্বৈরাচারী শাসক যখন দেশের মানুষের ভোটাধীকার কেড়ে নিয়ে ছিলো,বাংলাদেশকে গুম খুন আর লুটের রাজ্যে পরিণত করেছিলো তখন ২০২৩ সালের ১৩ জুলাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদ্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর ৩১ দফা ঘোষনা করেন। যেখানে গণতন্ত্র ফিরে পাবে,তার হারানো কন্ঠ। আর নাগরিকগণ ফিরে পাবে রাষ্ট্রে তার আতœমর্যদা। তিনি বলেন,দীর্ঘ ১৭ বছর ধরে এ সংসদীয় উপজেলাতে অসহায় গরীব দু:খি দিন মজুর মানুষের মুখে হাসি ফোঁটাতে তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। এ দুইটি উপজেলার কৃষকের ফসলী জমি রক্ষার্থে নদী ভাঙ্গন এলাকায় কৃষক ভাইদের সাথে সঙ্গীয় দলীয় নেতাকর্মী নিয়ে নিজ হাতে বাঁধ আটকানোর কাজ করেছি। এলাকার অসহায় ছিন্নমুল মানুষের পাশে নিজেকে সর্বত্র আতœনিয়োগ করে তাদেরকে সভালম্বী করার চেষ্টা করেছি। বিগত বছর গুলিসহ গত ৫ আগস্টের পর থেকে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের জান-মাল নিরাপত্তার জন্য তাদের পাশে দাড়িয়ে সর্বদা সাহস যুগিয়েছি। আর যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের চেতনাকে নিজের বুকে লালন করে অবহেলী এ দুইটি উপজেলার কৃষক-,শ্রমিক ও হতদরিদ্র ছিন্নমূল অসহায় মানুষের পাশে থেকে নিজেকে উৎস্বর্গ করতে চাই। তিনি ফ্যাসিষ্ট আওয়ামী সরকারকে উদ্দেশ্য করে বলেন,ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে দিয়ে সরকার গঠনের দিন শেষ। যুবলীগ ছাত্রলীগ নামধারীরা দেশের ব্যবসা বাণিজ্যে ধ্বংস করেছে। বিএনপির অনেক নেতাকর্মী রিক্সা চালিয়ে বা মানুষের বাড়ি বাড়ি কামলার কাজ করে জীবন জীবিকা চালাচ্ছেন।কিন্তু গণতন্ত্রের লড়ায়ে তারা সরে যায়নি। তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন,দেশ ও জাতীকে বাঁচতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেদিসহ গ্যাসের দাম কমান,দেশের কৃষক-শ্রমিকদেরকে বাঁচান। ৩১ দফা কোনো মঞ্চে বাঁধা নয়। এটি একটি জাতির সম্ভবনার মানচিত্র। যেখানে আছে ন্যায়বিচারের কথা, প্রশাসনের জবাবদিহীতা,সংবাদ মাধ্যমের স্বাধীনতা,আর মানবধিকারের প্রতি অঙ্গীকার। বিচার বিভাগ হবে স্বাধীন,নির্বাচন হবে স্বচ্ছ আর রাষ্ট্র হবে সবার। এ দফা গুলোতে কৃষক ,শ্রমিক, সংখ্যালঘু,নারী ও শিশুদের স্বপ্ন-যারা প্রান্তিক হয়েও রাষ্ট্রের প্রাণ। এটি যদি বাস্তবায়ন হয় তবে এদেশ আবার জেগে উঠবে-নতুন আলোয়,ন্যায়বোধ আর মানুষের ভালোবাসায় এটিই বিএনপির প্রত্যাশা। তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলা সদর চালনা পৌরসভার আচাভুয়া বাজার ও চালনা বৌমার গাছতলায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির স্থানীয় দলীয় নেতাকর্মীর উদ্যোগে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলো বলেন।
দলীয় কার্যক্রম শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি আলহাজ¦ আমীর এজাজ খান দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অসিত কুমার সাহা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খানসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দাকোপ উপজেলার ৪নং কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি বেনী মধাব বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তৃতা করেন চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন,উপজেলা বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহবায়ক দীপক সরদার, শেখ শহিদুল ইসলাম, এস এম মোস্তাফিজুর রহমান(মোস্তাক),গাজী আব্দুল বারিক, বাচ্চু ফকির, মহিদুল ইসলাম হাওলাদার, কামরুজ্জামান টুকু, হাফিজ গাজী, শেখ রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আব্দুল হালিম হাওলাদার, রউফ সরদার, তরিকুল ইসলাম, আব্দুর রহিম তালুকদার, মোকলেছ তালুকদার, জান্নাতুল ফেরদাউস, পারুল বেগম, আব্দুর রাজ্জাক শেখ, ফেরদাউস সানা, ঈসা সানা, নূর হোসেন, আবুল কাশেম সানা, বদিয়ার রহমান, শফিকুল ইসলাম মোল্যা, আজিম হাওলাদার, সাঈদ গাজী, ইকরামুল ইসলাম, আজমীর রহমান,মিজানুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট