ক্রীড়া প্রতিবেদক:: সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েরা ভারতের বিপক্ষে হারের পর এবার স্বাগতিক ভুটানের সঙ্গে ড্র করেছে। এর ফলে বয়স ভিত্তিক পর্যায়ে ভুটান প্রথমবারের মতো বাংলাদেশের বিরুদ্ধে পয়েন্ট অর্জন করল।
চাংলিমিথাংয়ে আজকের ম্যাচের ৬ মিনিটে পূর্ণিমা মারমা বক্সের উপর জোরালো শটে গোল করে বাংলাদেশের জন্য লিড দেন। শুরুতে বাংলাদেশ ক্রমাগত আক্রমণ চালায়। গত ম্যাচে হ্যাটট্রিক করা সুরভী আকন্দ প্রীতি প্রথমার্ধে দুটি গোলের সুযোগ পান; একটিতে শট পোস্টে লেগে ফেরত আসে, আরেকটিতে ফিনিশ করতে ব্যর্থ হন।
স্বাগতিক ভুটান প্রথমার্ধের ইনজুরি সময়ে সমতা আনে। ভুটানী ফরোয়ার্ড বাংলাদেশের ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সের দিকে এগিয়ে গিয়ে গোল করেন। বাংলাদেশ গোলরক্ষক মেঘলা রাণী বল আটকাতে ব্যর্থ হন, ফলে স্কোরলাইন ১-১ হয় এবং দুই দল বিরতির আগে সমতায় থাকে।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ আক্রমণ চালায়, তবে ভাগ্য তাদের সঙ্গে ছিল না। সুরভী আকন্দ প্রীতি, মামনি চাকমা ও থৈনু মারমা বেশ কয়েকটি আক্রমণ করেন, তবে কোনোটি গোলে পরিণত হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে।
পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ১০। চার ম্যাচ খেলা ভারতের পয়েন্ট ১২। আজ রাতে নেপালকে হারালে ভারতের পয়েন্ট ১৫ হবে, ফলে এক ম্যাচ হাতে রেখেই তারা শিরোপা নিশ্চিত করবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে শেষ ম্যাচ তখন শুধুমাত্র নিয়ম রক্ষার হবে।
বাংলাদেশ ইতিমধ্যেই সিনিয়র ও অ-২০ নারী দলের সাফল্য দেখিয়েছে। সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশিপে জয় এবং এশিয়া কাপ নিশ্চিত করায় দেশজুড়ে নারী ফুটবলের উত্তেজনা রয়েছে। তবে অ-১৭ দলের পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট হাতছাড়া হওয়ায় শিরোপার স্বপ্ন এখন শঙ্কার মধ্যে।
Leave a Reply