প্রেস বিজ্ঞপ্তি :: লন্ডনে চিকিৎসাধীন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় খুলনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নগরীর শেরেবাংলা রোডস্থ সিয়াম কনফারেন্স রুমে এ দোয়া মাহফিলের আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা মহানগর শাখা।
নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় দোয়া-মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন।
এসময় উপস্থিত নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার উপদেষ্টা দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পৃষ্ঠপোষক বোরহান উদ্দিন জুয়েল, এনসিপি খুলনার প্রধান সংগঠক আহম্মদ হামীম রাহাত, আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, বিকিরণ যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও নিসচার কেন্দ্রিয় কমিটির সদস্য মো. কামরুল ইসলাম আলমগীর, খুলনা মহানগর পাইকারী ও খুচরা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. সাইমুন ইসলাম রাজ্জাক, খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা সালেহ উদ্দিন সবুজ, উপদেষ্টা বঙ্গরাজ দেলোয়ার, বিএনপি নেতা জাহান আলী, নিসচার খুলনা মহানগর শাখার সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, দপ্তর সম্পাদক তানিয়া সুলতানা, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুম বিল্লাহ, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জিয়াউল হক মিলন, হুমায়ুন কবীর, সদস্য নিয়ামুল বারী হুজাইফা, জিএম রাসেল ইসলাম, কাজী হাসিবুল হক, মোস্তাফিজুর রহমান, সাকিব হাসান প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশের সড়ক নিরাপদ করতে এবং দুর্ঘটনা প্রতিরোধসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষে টানা ৩২ বছর লড়াই করছেন নিসচা এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে তিনি চিকিৎসাধীন। ব্রেন টিউমারের কারণে চলতি বছরের আগস্টে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন। আমরা চাই তিনি যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত এসে আবার মানুষের জন্য কাজ করতে পারেন।
Leave a Reply