পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: খুলনা জেলা বিএনপির আহ্বায়ক ও খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মন্টু বলেছেন, কোথাও কোনো প্রকার বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, হুকুমদারী কিংবা দখলদারী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, দলের ভেতর থেকেও যদি কেউ এ ধরনের অপকর্মে জড়িত থাকে এবং তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধেও সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার(১৬ অক্টোবর) সকালে পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি মৎস্য আড়ৎদারীকে আধুনিকায়নের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে গণসংযোগ পরিচালনা করেন।
সভায় সভাপতিত্ব করেন মৎস্য আড়ৎদারী সমিতির সভাপতি আব্দুল জব্বার এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।
এসময়ে বক্তব্য রাখেন-
পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য তুষার কান্তি মণ্ডল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম রেজা লাকী, সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দীন নায়েব, সাংবাদিক জিএম মিজানুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস ও মনিরুল ইসলাম মন্টু।
এসময় আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি মেছের আলী, পৌর যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, যুগ্ম আহ্বায়ক আজাহারুল সানা, মাসুদ পারভেজ, ওয়ায়দুল্লাহ সরদার, মৎস্য আড়ৎদারী সমিতির সহ-সভাপতি রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, সদস্য আব্দুল মালেক, ফুল মিয়া সরদার, সালাউদ্দিন গাজীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply