বাগেরহাট প্রতিনিধি :: মিথ্যা মামলা ও পৈতৃক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে বাগেরহাট জেলার কচুয়ায় উপজেলা চরসোনাকুড় গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকরেন আব্দুল্লাহ আল মামুন।
অভিযোগে তিনি বলেন. আমার পিতা গত ২০১৯ সালে মারা যাবার পরে আমার সৎ চাচা মোঃ রফিকুল ইসলাম খোকন ও তার স্ত্রী রেকসোনা বেগম আমাদের পৈত্রিক সম্পত্তি ফেরত চাইলে আমাদের উপর নির্যাতন ও প্রান নাশের হুমকি প্রদান করে। মোঃ রফিকুল ইসলাম খোকনের ও রেকসোনা বেগমের একটি সন্ত্রাসী বাহিনী রহিয়াছে। তাদের ¯^ামী ও স্ত্রীর বিরুদ্ধে ২০১৪ সালে মানব পাচার অপরাধে তাহাদের বিরুদ্ধে মামলা হয় এবং সে মামলায় কারা ভোগ করে। রেকসোনা বেগম একজন দুশ্চিরত্র মহিলাএকাধিক ¯^ামীর সংসার ভেংগেছে।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের পৈতৃক সম্পত্তি সম্পূর্ণ জোরপূর্বক দখল করে ভোগদখল করছে মোঃ রফিকুল ইসলাম খোকনের ও রেকসোনা বেগমর। এ বিষয়ে বিগত আওয়ামী সরকারের সময় আমরা স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মিমাংশা চেষ্টা করেছি রাজনৈতিক ¶মতা জোরে জমি ফেরত দেওয়া হয়নি। গত ইং-০৫ই আগস্টের পরে আমরা আমাদের পৈত্রিক সম্পত্তি ফেরত চাই এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের শরনাপন্ন হই এবং মিমাংসা করতে চাই। একাধিকবার চেষ্টা করেও সে উপস্থিত হয়নি। এবং সে ও তার স্ত্রী মিলে আবারো আমাদের হুমকি দেয়। আমাদের জায়গা থেকে জোরপূর্বক সুপারী নারিকেল, পেড়ে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ৪০হাজার টাকা।
সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা প্রতিপ¶ের সকল ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করে।
Leave a Reply