
নিজস্ব প্রতিনিধি:: খুলনা মহানগরীর খালিশপুরস্থ (১২নং ওয়ার্ডের) হাউজিং এস্টেটের ১৬৪নং সড়ক ও সড়ক সংলগ্ন ড্রেনের উন্নয়নকল্পে সড়কের জমির ওপর অবৈধভাবে নির্মিত ভবন ও স্থাপনাসমূহের অংশবিশেষ অপসারণ করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে বুধবার দিনব্যাপী এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।
উল্লেখ্য, ইতোপূর্বে কেসিসি’র পক্ষ থেকে সড়কের ওপর নির্মিত স্থাপনাসমূহ অপসারণের জন্য বলা হলে অধিকাংশ মালিকগণ অবৈধ অংশ নিজ উদ্যোগে অপসারণ করেন। কিন্তু যে সকল মালিকগণ নিজ উদ্যোগে অপসারণ করেননি আজ কেসিসি’র উদ্যোগে তাদের স্থাপনাসমূহের অবৈধ অংশ অপসারণ করা হয়।
এছাড়া অপসারণ কার্যক্রম পরিচালনাকালে হাউজিং এস্টেটের ১৮নং সড়কের ফুটপথের ওপর ফ্রিজসহ অন্যান্য মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে শাম্মী স্টোরের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম-কে ১ হাজার টাকা এবং ডিপার্টমেন্টাল স্টোর হাটবাজারের স্বত্বাধিকারী ইমরান খান-কে ১ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।
কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
Leave a Reply