
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বুধবার (২৯ অক্টোবর) সকালে দুই প্রতিবন্ধী ব্যক্তি সহায়তার আশায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হন।
ব্যস্ততার মধ্যেও ইউএনও মাহেরা নাজনীন মনোযোগ দিয়ে তাদের সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগে তাদের জন্য দুইটি হুইলচেয়ার প্রদানের ব্যবস্থা করেন। উপজেলা পরিষদের অর্থায়নে গদাইপুরের রিংকু ও হরিঢালীর অপর এক প্রতিবন্ধীর হাতে দুটি হুইলচেয়ার তুলে দেন তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা পরিষদ সিএ কৃষ্ণপদ মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এদিকে ইউএনও’র মানবিক এ উদ্যোগে উপস্থিত সকলের মনে গভীর প্রশংসা ও কৃতজ্ঞতা জাগে। স্থানীয়রা জানান, ইউএনও মাহেরা নাজনীন সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে তার আন্তরিক ভূমিকা ইতোমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে।
মানবিক এই উদ্যোগটি পাইকগাছা উপজেলা প্রশাসনের জনগণের কল্যাণে নিবেদিত সেবার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।
Leave a Reply