
এম জালাল উদ্দীন:পাইকগাছা::পাইকগাছায় ভেজালবিরোধী অভিযানে দুই মুদি ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন এর নেতৃত্বে উপজেলার আগড়ঘাটা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দীর্ঘদিন ধরে মুদি দোকানে পেট্রোল ও অকটেন বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে মুদি ব্যবসায়ী রাইহানকে ২ হাজার টাকা ও সাহেব আলী গাজীকে ২ হাজার টাকা মিলিয়ে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সিগারেটের বিজ্ঞাপন পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য নষ্ট করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল এবং পেশকার তুহিন বিশ্বাস। এছাড়া আনসার সদস্য হিরন্ময় ব্যানার্জিসহ প্রশাসনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, জনস্বার্থ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply