
নিজস্ব প্রতিনিধি:: ‘সিভিল সার্ভিসে নতুন যোগদানকারী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বুনিয়াদী কোর্সের প্রশিক্ষণ বিষয়বস্তু মূল্যায়ন’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনা সভা বুধবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ। খুলনা বিভাগীয় কমিশনার দপ্তর ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কর্মক্ষেত্র পরিচালনার জন্য বুনিয়াদী প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। এ প্রশিক্ষণে একজন কর্মকর্তার পেশাগত দক্ষতার পাশাপাশি নেতৃত্বের গুণাবলী বিকাশে কার্যকর ভূমিকা রাখে। উক্ত প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা দেশের ইতিহাস এবং আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হয়। তিনি বলেন, যে কোন প্রশিক্ষণ হালকা করে দেখার সুযোগ নেই। সংশ্লিষ্ট বিষয়ের ওপর অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। সরকারি সকল দপ্তরের কাজ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন প্রধান অতিথি।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক (চলিত দায়িত্ব) আফিয়া রহমান মুক্তা, উপপরিচালক সানজিদা শাহনাজ প্রমুখ বক্তৃতা করেন। সভায় খুলনার সরকারি আটটি দপ্তরের দপ্তর প্রধানগণ অংশ নেন।
Leave a Reply