
মোঃ জাহিদুল ইসলাম :: খুলনার নতুন জেলা কারাগারে প্রথমবারের মতো স্থানান্তর করা হলো কয়েদিদের।
শনিবার, ১ নভেম্বর বেলা ১১টার দিকে কঠোর নিরাপত্তায় তিনটি প্রিজন ভ্যানে করে ১০০ জন কয়েদিকে নতুন কারাগারে আনা হয়।
এ সময় আগত কয়েদিদের গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
নবনির্মিত জেলা কারাগারের নতুন এ স্থাপনা উদ্বোধনের পর এটিই ছিল কয়েদি স্থানান্তরের প্রথম ধাপ।
স্থানান্তর কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন কারা উপ-মহাপরিদর্শক মনির আহমেদ।
এছাড়াও খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান, জেলার মুনীর হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে গত ২৫ অক্টোবর প্রথম ধাপে কয়েদিদের নতুন ঠিকানায় নেওয়ার কথা থাকলেও কারাগারের নির্মাণকাজ পুরোপুরি শেষ না হওয়ায় স্থানান্তর কার্যক্রম এক সপ্তাহ পিছিয়ে যায়।
এরই মধ্যে মাটি ভরাটের কিছু কাজ সম্পন্ন হলেও, পুরো কাজ এখনো শেষ হয়নি।
নতুন এই স্থাপনায় কয়েদিদের জন্য আরও উন্নত পরিবেশ, নিরাপত্তা ও আধুনিক সুযোগ-সুবিধা থাকবে এবং পর্যায়ক্রমে অন্যান্য কয়েদিদেরও এখানে আনা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
Leave a Reply