
স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি খুলনা আঞ্চলিক শাখার আয়োজনে পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত।
খুলনা বিদ্যুৎ কেন্দ্র গোয়ালপাড়া (বিউবো) কবি সুকান্ত ভট্টাচার্য ক্লাব ও অডিটরিয়ামে ১ নভেম্বর শনিবার বিকেল তিনটায় অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রেজাউল করিম।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন।
সংগঠনের সভাপতি প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক (সাংগঠনিক) খুলনা আঞ্চলিক শাখার সদস্য সচিব কোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উজো পার্টিকে এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শেখ জাকিরুজ্জামান খুলনা বিদ্যুৎ কেন্দ্র গোয়ালপাড়ার প্রধান প্রকৌশলী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, আমন্ত্রিত অতিথিদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট কাজী আহসান উল্লাহ, নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ মঞ্জুর উল আলম।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি খুলনা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ লুৎফর রহমান অনুষ্ঠান আর সহযোগিতায় ছিলেন পুনর্মিলনী কমিটি ও সংগঠনের খুলনা আঞ্চলিক শাখার সহ-সভাপতি আহবায়ক রবীন্দ্রনাথ দত্ত।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম এর শুরুতে অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা সহ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply