
নিজস্ব প্রতিনিধি:: কেএমপি’তে ৫৯ তম ব্যাচ টিআরসির ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন ১৯ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৮ টায় বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে সদ্য প্রশিক্ষণ সমাপ্তকারী ৫৯ তম ব্যাচ ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়।
কেএমপি, খুলনায় যোগদান করা ৫০ জন পুলিশ সদস্য কোর্সে অংশগ্রহণ করে। কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার প্রধান অতিথি হিসেবে কোর্স উদ্বোধন করেন।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) উদ্দেশ্যে বলেন, যে বাহিনীতে আপনারা যোগদান করেছেন, সেই বাহিনীর রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। আমি আশা করবো আপনাদের হাত ধরে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। আপনারা মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সাথে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। সকল প্রকার লোভ লালসার ঊর্ধ্বে থেকে দেশপ্রেমের মহান ব্রত নিয়ে জনবান্ধব পুলিশিং এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নিরাপরাধ, বিপন্ন ও বিপদগ্রস্থ অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। পুলিশের কাছে আগত সেবা প্রত্যাশী নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সাথে মানবিক আচরণ করবেন। ডিউটিকালে সর্বোচ্চ ধৈর্য্য, পেশাদারিত্ব ও সহনশীলতার সাথে দায়িত্ব পালন করবেন। ডিউটিস্থলে স্মার্টফোন ব্যবহার করা যাবে না। সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে প্রত্যেককে অবশ্যই ডিসিপ্লিন মেনে চলতে হবে। মনে রাখবেন পুলিশ বাহিনীতে যেমন ভালো কাজের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, অপরদিকে খারাপ কাজের জন্য বিভাগীয় শাস্তিরও ব্যবস্থা আছে।
এসময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে ইএন্ডডি/এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এম, এম শাকিলুজ্জামান; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) শামীমা আক্তার সুমী, পিপিএম-সেবা-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply