
নিজস্ব প্রতিবেদক:: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
মঙ্গলবার দলটির পক্ষ থেকে দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের নির্দেশে দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ঢাকায় অবস্থানরত সকল পর্যায়ের নেতাকর্মীকে এই জানাজায় অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় শরীক হতে ইচ্ছুক জাতীয় পার্টির নেতাকর্মীদের আগামীকাল সকাল সাড়ে ১১টার মধ্যে সংসদ ভবন সংলগ্ন পাট গবেষণা ইনস্টিটিউটের সামনে অবস্থান করার জন্য বিশেষভাবে বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার ভোরে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার পর গভীর শোক প্রকাশ করেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। এক শোকবার্তায় তিনি বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনন্য অধ্যায়ের প্রতিনিধি ছিলেন। তাঁর প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনীতিককে হারাল।”
শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Leave a Reply