
অরুন দেবনাথ ডুমুরিয়া ,খুলনা প্রতিনিধি:: ডুমুরিয়ার ঐতিহ্যবাহী শোভনা বিরাজময়ী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ,কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্কুল চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইকেল মল্লিক।প্রধান অতিথির বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি প্রভাষক এমএম হুমায়ুন কবির। শিক্ষক কার্ত্তিক চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যাপক স্বপন কুমার মল্লিক, ইউপি সদস্য শেখর কুমার মল্লিক, শিক্ষক শংকর কুমার ঢালী,প্রসেন ঢালী,মুক্তা পারভীন, অলকেশ সরকার, দেবাশীষ সরকার,বিনীতা রানী ফৌজদার, শিক্ষার্থী ঋতি রানী দাস,শতরুপা হালদার প্রমূখ। অনুষ্ঠান শুরুর আগে বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপস্থিত সকলেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
অপরদিকে খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার মুখার্জির সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক নওশের আলী মোড়ল,সহকারী প্রধান শিক্ষক জিন্নাত আলী মোল্লা।এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ
Leave a Reply