
দাকোপ প্রতিনিধি:: ইটভাটার পুড়ানো ইট দিয়ে আর দালান কোটা নির্মাণ নয়,পরিবেশের ভারসম্য বজায় রাখতে পরিবেশ বান্ধব প্রযুক্তি সম্প্রসারনের হলোব্লক মেশিনের মাধ্যমে তৈরী হওয়া ইট দিয়ে নির্মাণ হবে আপনার নীড়। তারই ধারা বাহিকতায় খুলনার দাকোপে ফ্রেন্ডশিপ নবপল্লব প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের মাঝে বিনা মূল্যে বিতরণ করা হয়েছে হলোব্লক মেশিন।
(৩০ ডিসেম্বর ) মঙ্গলবার উপজেলা সদর চালনা পৌরসভার ২নং ওয়ার্ডের ক্যাপ্টেন সড়কের পূর্ব পাশের প্রকল্প এলাকায় স্থানীয় নূর মোহাম্মদ নামের উদ্যোক্তাকে বিনা মূল্যে ইট তৈরীর এ হলোব্লক মেশিন বিতরণ করা হয়েছে। ফ্রেন্ডশিপ নবপল্লব প্রকল্পের মোংলার রিজিওনাল কো-অডিনেটর এমদাদুল হকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে হলোব্লক মেশিন বিতরণ করেন ইউএনও মোঃ বোরহান উদ্দিন মিঠু। এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ফ্রেন্ডশিপ নবপল্লব প্রকল্পের দাকোপ উপজেলা প্রজেক্ট কো-অডিনেটর মোঃ নাজিম উদ্দিন,প্রজেক্ট ইঞ্জিঃ মোঃ আবু হানিফ, কমিউনিট মবিলাইজেশন অফিসার রজত জোয়াদ্দার, হাসনা হেনাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য উক্ত ফ্রেন্ডশিপ নবপল্লব প্রকল্পটি দেশের বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলায় পরিবেশ বান্ধব জলবায়ু সহনশীল ঘর নির্মাণ, আংশিক ক্ষতিগ্রস্থ ঘর নির্মাণ, সম্পূণ ক্ষতিগ্রস্থ ঘর নতুন করে নির্মাণ, সংযোগ সড়ক নির্মাণ ক্যাটল শেড নির্মাণ,ম্যাসন ট্রেনিং, বিভিন্ন সরকারি দপ্তরের সাথে সমন্বয় রেখে কর্মতৎপরতা এগিয়ে নেওয়া অর্থশট প্রাইজ ২০২৫ (ফিক্সড আওয়ার ক্লাইমেট ক্যাটাগরিতে) বাংলাদেশের ফ্রেন্ডশিপ প্রকল্পকে ইউনার ঘোষনা করা হয়েছে।
Leave a Reply