
ডেস্ক:: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
মঙ্গলবার দুপুর ১২টায় তাঁর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।
আজ সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ-পরবর্তী করণীয় ও রাষ্ট্রীয় পদক্ষেপ নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর এই মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তাঁর এক মহান অভিভাবককে হারাল। তিনি কেবল একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, বরং তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply