1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

বেগম জিয়ার শেষ বিদায়ে আসছেন যেসব বিদেশি প্রতিনিধিরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসছেন ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে আগামীকাল সকালে ঢাকা পৌঁছাবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। তিনি ভারত সরকার ও সে দেশের জনগণের পক্ষ থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, তাঁদের প্রতিনিধিদলে দেশটির পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিকও জানাজায় অংশ নেবেন।

এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুঙ্গেল এবং মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে দেশটির উচ্চশিক্ষা ও শ্রমবিষয়ক মন্ত্রী ড. আলি হায়দার আহমেদও আগামীকাল ঢাকায় আসছেন।

আগামীকাল বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবন সংলগ্ন চন্দ্রিমা উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

ইতিমধ্যে এই শোকাবহ পরিস্থিতি এবং জানাজায় মানুষের ঢল সামলাতে প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজারেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেগম খালেদা জিয়ার প্রয়াণে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে আগামীকাল বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই ‘আপসহীন’ নেত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট