1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
কে, সি, স্কুলের বার্ষীক পরীক্ষার ফলাফল প্রকাশ মোংলা উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছায় অপারেশন ডেভিলহান্টে নাশকতা মামলার আসামি আটক-১ ডুমুরিয়ার‌ শোভনা বিরাজময়ী হাইস্কুলে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দাকোপে স্কুল শিক্ষক ও অভিভাবকদের পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক কর্মশালা দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া দাকোপে দলিতের আয়োজনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসায় বার্ষিক ফলাফল প্রদান ও ভবন ভিত্তিপ্রস্তর উদ্বোধন

যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসায় বার্ষিক ফলাফল প্রদান ও ভবন ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুরে অবস্থিত যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসায় বার্ষিক ফলাফল প্রদান, বহু তল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে কুরআন শরীফের ছবক প্রদান, হিফজের নতুন ছবক শুরু, হিফজ সমাপনকারীদের পাগড়ি ও কুরআন শরীফ প্রদান, বৃত্তিপ্রাপ্ত সমাপনীদের সংবর্ধনা এবং নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।
গতকাল সকাল ১০টা থেকে দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিপিএ মোঃ রফিকুল ইসলাম জগলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার সভাপতি এস কে বদরুল আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মুফতি রুহুল আমিন।
সভাপতির বক্তব্যে এস কে বদরুল আলম বলেন, ১৯৭৯ সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় এবং ২০০৪ সাল থেকে ক্যাডেট কার্যক্রম চালু হয়। আজ এই প্রতিষ্ঠানটি বাগেরহাট জেলার অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে এখানে প্রায় ১২০০ থেকে ১৩০০ শিক্ষার্থী অধ্যয়নরত। আরবি শিক্ষার পাশাপাশি ইংরেজিতেও শিক্ষার্থীরা দক্ষ হয়ে উঠছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। আমরা চাই এই প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি রুহুল আমিন, সরকারি পরিচালক মাওলানা জাহিদুল ইসলাম, সহকারী পরিচালক মাস্টার মোহাব্বত আলী, এছাড়াও শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট