1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতীয় পার্টির (জাপা) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বুধবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলের প্রেসসচিব শৌর্য দীপ্ত সূর্য জানান, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে পার্টির চেয়ারম্যান জি এম কাদের এই নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার পহেলা জানুয়ারি জাতীয় পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠানের পরিকল্পনা ছিল। তবে রাষ্ট্রীয় শোক চলমান থাকায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সকল আয়োজন আপাতত স্থগিত করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালন করা হচ্ছে।শোকাতুর এই পরিস্থিতিতে রাজনৈতিক সৌজন্যবোধের অংশ হিসেবে নিজেদের দলীয় উৎসব থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিল জাতীয় পার্টি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট