
ডেস্ক:: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার চূড়ান্ত চার্জশিট আগামী ৭ জানুয়ারি দাখিল করা হবে।
সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
সিনিয়র সচিব জানান, আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আরও জানান, বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
নাসিমুল গনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে সন্ত্রাসীরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর থেকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টানা আন্দোলন করে আসছে।
Leave a Reply