1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ভারতীয় উপস্থাপিকাকে বাদ দিল বিসিবি আর্থিক লোকসানের শঙ্কায় ‘রাষ্ট্রীয় নিরাপত্তা’ প্রস্তাব ভারতের, বিসিবির ‘না’ অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ হাদির হত্যাকারী ফয়সাল দুবাই নয়, কোথায় আছেন জানালেন ডিবি প্রধান জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল দেশসেরা শাখা সংগঠনের সম্মাননা পেল নিসচা পাইকগাছা শাখা নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন পাইকগাছায় ডব্লিউএফপি’র দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প পরিদর্শন ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহত বেড়ে ৩৫

ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারি-স্বরাষ্ট্র সচিব

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ডেস্ক:: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার চূড়ান্ত চার্জশিট আগামী ৭ জানুয়ারি দাখিল করা হবে।

সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

সিনিয়র সচিব জানান, আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আরও জানান, বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

নাসিমুল গনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে সন্ত্রাসীরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর থেকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টানা আন্দোলন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট