
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা আদালতে নবাগত সিভিল জজ হিসেবে যোগদান করেছেন হযরত আলী। তাঁর যোগদান উপলক্ষে সোমবার (৫ জানুয়ারি) সকালে পাইকগাছা আইনজীবী সমিতি মিলনায়তনে এক আন্তরিক মিট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম আককাছ আলীর সঞ্চালনায় নবাগত সিভিল জজ হযরত আলীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ ভালোবাসায় বরণ করে নেন আইনজীবীরা।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী গাজী আব্দুস সবুর, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট অজিত কুমার মন্ডল ও অ্যাডভোকেট পংকজ কুমার ধর, সমীর কুমার বিশ্বাস, পীযূষ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, চিত্তরঞ্জন সরকার, মো. মোজাফফর হাসান, প্রশান্ত ঘোষ, আ. আব্দুল মজিদ, মো. কামরুল ইসলাম, আ. মালেক, আমজেদ হোসেন, এটিএম নাদিমুজ্জামান, অবনী মোহন সানা, সুকান্ত রায়, প্রশান্ত মন্ডল, অনাদি কৃষ্ণ মন্ডল, শংকর ঢালী, বেলাল উদ্দীন, দিপংকর সাহা, বারিকুল ইসলাম, উত্তম সানা, সুবেহ সাদিক, রেহানা পারভীন, মো. আব্দুল রাজ্জাক, এস এম মুজিবুর রহমান, রাশনা শারমিন, একরামুল হক বিশ্বাস, বিজয় মন্ডল, মো. সাইফুদ্দিন, শরিফা খাতুন, কাজী সাইফুল ইসলাম, মলয় মন্ডল, মো. আবু হানিফ, ইব্রাহীম হোসেনসহ আইনজীবী সমিতির সদস্য বৃন্দ
উল্লেখ্য, সিভিল জজ হযরত আলী এর আগে ভোলা চৌকি আদালতে সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করেন।
Leave a Reply