
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছা থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় পাইকগাছা থানা চত্বরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি বা নির্বাচন বানচালের অপচেষ্টা করে, তবে তা কঠোর হাতে দমন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. আল বেরুনী এবং সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আমির হামজা।
ওসি (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সদস্য সচিব এস. এম. এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক এস. এম. এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক গাজী রুহুল আমিন, জামায়াতে ইসলামী নেতা মাওলানা এস. এম. আমিনুল ইসলাম, মোঃ মমিন উদ্দিন সানা, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি. এম. মিজানুর রহমান, কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. শফিউল আলম, শিক্ষক প্রতিনিধি বাহারুল ইসলাম ও আনিছুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ, ছাত্র প্রতিনিধি গাজী তানভীরসহ আরও অনেকে। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply