
নিজস্ব প্রতিবেদক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
জোট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিছু আসন নিয়ে আলোচনা বাকি থাকলেও আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
জানা গেছে, মঙ্গলবার এ বিষয়ে একটি বৈঠক হয়েছে। পাশাপাশি রাতে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই বৈঠকেই বাকি থাকা কয়েকটি আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
জোট সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে ৪৫টি আসনে প্রার্থী দিতে পারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলা কলি প্রতীক নিয়ে প্রার্থী দেবে ৩০টি আসনে।
এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি, ইসলামী ঐক্যজোট ৬টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ৬টি, এবি পার্টি ২টি এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি বিডিপি ২টি আসনে প্রার্থী দিতে পারে। খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা একটি করে আসনে নির্বাচন করবে। তবে এসব সংখ্যার বিষয়ে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জোট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সম্পাদক শেখ ফজলে বারী মাসুদ বলেন, আসন সমঝোতা নিয়ে একটি মিটিং চলছে। রাতে আরও একটি চূড়ান্ত বৈঠক রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকালই চূড়ান্ত ঘোষণা আসতে পারে। সংবাদ সম্মেলনের সময়ও আজ রাতেই নির্ধারণ করা হবে।
১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সবকিছু ঠিক থাকলে আগামীকালই ঘোষণার সম্ভাবনা রয়েছে। এর আগে জামায়াতের আমির জানিয়েছেন, আজ অথবা আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হবে।
এ প্রসঙ্গে গত সোমবার এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আজকের মধ্যে না হলে আগামীকালের মধ্যেই সবাইকে দাওয়াত দেওয়া হবে। সবাই একসঙ্গে সামনে আসবেন।
Leave a Reply