1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড ১২ ফেব্রুয়ারি নির্বাচন, গোঁজামিলের সুযোগ নেই-প্রধান উপদেষ্টা এনসিপি নির্বাচনে যাবে কী না এখন চিন্তাভাবনা করছে-আসিফ মাহমুদ ঢাকা ফোরামে জাইমা রহমানের ঐতিহাসিক অভিষেক ইসরায়েলে গণবিক্ষোভ,নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ‘অভ্যন্তরীণ যুদ্ধের’ ডাক গ্রিনল্যান্ড ইস্যু,যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের ইতিহাসে এত অল্প সময়ে এত সংস্কার আর কখনও হয়নি-আইন উপদেষ্টা বিপ্লব বনাম মব: চিফ প্রসিকিউটরের ‘সতর্কবার্তা’ ও রাজনীতিকদের উদ্বেগ

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক:: টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া জটিলতার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সংস্থাটি জানিয়ে দিয়েছে, তারা ভারতে গিয়ে ম্যাচ খেলবে না। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও তারা আশ্বাস পেয়েছে যে, তাদের নির্ধারিত ম্যাচ শ্রীলঙ্কা থেকেই সরানো হবে না।

ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, আমরা স্পষ্ট আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন হবে না। আমরা নিশ্চিতভাবেই গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলব।

টি–টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ সিতে। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে সহ–আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।

অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সফরে যেতে অনিচ্ছা প্রকাশ করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেয়। শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়, অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যার সমাধান করতে বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

তবে এই প্রস্তাবে আইসিসি কিংবা আয়ারল্যান্ড কেউই সন্তুষ্ট হয়নি। ফলে আয়ারল্যান্ডের অবস্থান পরিবর্তনের কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।

আইসিসির প্রতিনিধিদলে ছিলেন গৌরব সাক্সেনা ও অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা জটিলতার কারণে গৌরব সাক্সেনা ঢাকায় আসতে না পারলেও অনলাইনে বৈঠকে যুক্ত হন। অ্যান্ড্রু এফগ্রেভ সরাসরি বৈঠকে উপস্থিত ছিলেন।

বিসিবির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি মো. আমিনুল ইসলাম। এ ছাড়া সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরীও বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে বিসিবি জানায়, বিষয়টি নিয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সবাই একমত হয়েছেন। টি–টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট