1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
ডব্লিউএফপির প্রকল্পে বদলাচ্ছে পাইকগাছার সোলাদানার যোগাযোগ ব্যবস্থা ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই কোস্টগার্ডের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদককারবারি আটক অপারেশন ডেভিল হান্টে ভোলায় কোস্টগার্ড ও পুলিশের অভিযানে আটক ১ পাইকগাছায় ভাটা শ্রমিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে মোংলা বন্দরের নতুন রেকর্ড জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে বাগেরহাটে মতবিনিময় আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবসে রাজস্ব আদায়ে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে অঙ্গীকার আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না-জি এম কাদের

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে সোমবার সকালে খুলনা হোটেল সিটি ইন-এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) মো: আজিজুর রহমান। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’।
প্রধান অতিথি বলেন, আজকের পরিবর্তনশীল বিশে^ বাংলাদেশ কাস্টমস রাজস্ব আদায়ের পাশাপাশি বাণিজ্য সহজীকরণ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধের মতো নানাবিধ কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে আইন অনুযায়ী রাজস্ব দিতে হবে। কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে পারষ্পরিক মিথষ্ক্রিয়া ও সহযোগিতা থাকলে একটি শক্তিশালী, স্বচ্ছ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, সেবা প্রতাশীদের অঙ্গীকার রক্ষার্থে কাস্টমস কর্মকর্তাদের নৈতিকতা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের বাংলাদেশ কাস্টমস এর নিয়মনীতি মেনে ব্যবসা করার আহবান জানান তিনি।
মোংলা কাস্টমস হাউসের কমিশনার ম. সফিউজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দীন ও খুলনা কর অঞ্চলের কর কমিশনার মোহা: আব্দুস সালাম। স্বাগত বক্তৃতা করেন ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মো: মুশফিকুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ^াস। প্রবন্ধের ওপর আলোচনা করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার মানস কুমার বর্মন। অনুষ্ঠানে বক্তৃতা করেন সি এন্ড এফ এর কার্যনিবাহী সদস্য মো: আব্দুর সবুর, মো: মোশাররফ হোসেন প্রমুখ। আঞ্চলিক কমিটি খুলনা-মোংলা এ অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আহরিত কর-রাজস্বের পরিমাণ ছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি টাকা, যার মধ্যে কাস্টমস কর্তৃক আহরিত হয় ১ লাখ ১৯৮ কোটি টাকা, যা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আদায়কৃত মোট রাজস্বের প্রায় ২৭ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের কর-রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। এর মধ্যে কাস্টমস এর রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ১ লাখ ৩০ হাজার ৭৮০ কোটি টাকা, যা আদায়ে কাস্টমস নিরলসভাবে কাজ করছে। দেশের মোট অর্জিত রাজস্ব আয়ে জাতীয় রাজস্ব বোর্ডের অংশ বর্তমানে প্রায় ৮৯ শতাংশ। আমদানি ও রপ্তানির জন্য প্রতিদিন প্রায় ১৭ হাজারের বেশি বিল অব এন্ট্রি কাস্টমস এর নিকট দাখিল এবং নিষ্পত্তি হয়ে থাকে।
সেমিনারে সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক, সি এন্ড এফ, শিপিং এজেন্টসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট