1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
‘ক্রিকেটের জন্য বড় ক্ষতি’, বিশ্বকাপে বাংলাদেশের না থাকা নিয়ে বিমর্ষ এবি ডি ভিলিয়ার্স ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করা হবে-তারেক রহমান ‘মাদুরো-স্টাইলে’ ট্রাম্পকে বন্দি করার হুমকি ইরানের, মধ্যপ্রাচ্যে বারুদের গন্ধ প্রশাসনে পদোন্নতি,অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা ও নাগরিকবান্ধব আচরণের নির্দেশ সেনাপ্রধানের পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি সাদ্দামের স্ত্রী-সন্তানের কবর জিয়ারত করলেন স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো-ডা. শফিকুর রহমান চিতলমারীতে গণভোট প্রচারণায় উঠান বৈঠক মোংলা বন্দরে আধুনিক ও পরিবেশবান্ধব পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি প্রকল্প উদ্বোধন

সাদ্দামের স্ত্রী-সন্তানের কবর জিয়ারত করলেন স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতির স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেছেন বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ) দুপুরে তিনি বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে যান এবং সেখানে নিহত সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার শিশু সন্তানের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে এম এ এইচ সেলিম নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ
করেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি এই মর্মান্তিক ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এম এ এইচ সেলিম বলেন, সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যু আত্মহত্যা বলে মনে হচ্ছে না। তিনি বলেন, এই ঘটনার পেছনে যদি কোনো অপরাধ বা গাফিলতি থেকে থাকে, তবে তা অবশ্যই উদ্ঘাটন করতে হবে। এ সময় তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উন্মোচন করতে পড়াশোনার প্রতি দাবী জানান। এম এ এইচ সেলিম আরও বলেন, একটি পরিবার যেভাবে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক। এ ধরনের ঘটনায় দোষীরা আইনের আওতায় না এলে সমাজে নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়। তাই দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট