মনির হোসেন:: ৪র্থ ধাপে অনুষ্ঠিত দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অবদান রাখল উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ড। এ নির্বাচনকে ঘিরে ৩ জুন সকাল থেকে দাকোপ উপজেলার চালনা, বাজুয়া, লাউডোব, কৈলাশগঞ্জ, বানিয়াশান্তা, নলিয়ানসহ বিভিন্ন এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল কার্যক্রম শুরু করে কোস্টগার্ড সদস্যরা। এ বাহিনীর চৌকষ সদস্যরা শান্তিপূর্ণ নির্বাচন ও আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সর্বাত্বক সহযোগিতা করার কারনে দাকোপে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে। ৫ জুন বুধবার সকাল থেকে দাকোপ উপজেলার প্রতিটি ভোটকেন্দ্র নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করায় ভোটাররা নির্ভিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আগামী ৭ জুন শুক্রবার পর্যন্ত কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত কন্টিনজেন্ট দাকোপের নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবে। নির্বাচন পরবর্তী যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি রাখবে কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন জানান,
দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন গত ৩ জুন হতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্ট গার্ড খুলনা-১ আসনের দাকোপ উপজেলার দায়িত্বে নিয়োজিত রয়েছে। দাকোপ উপজেলার কেন্দ্রসমূহে বাংলাদেশ কোস্ট গার্ডের প্লাটুন সমূহের সার্বক্ষণিক টহল কার্যক্রম চলমান রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের এ কার্যক্রম নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে।
Leave a Reply