1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় ১৪৫টি মণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন টেকনাফে ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার, অস্ত্র ও গুলি জব্দ এখনো ছুটছে ফ্লোটিলার ৪ জাহাজ, ফিলিস্তিনের জলসীমায় পৌঁছেছে দুটি গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার জাহাজ ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুর্দান্ত জয় দিয়ে নারী বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের ইলিশ সংরক্ষণে চাঁদপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড

বেনাপোলে মাদকের হাত থেকে বাঁচতে খেলার মাঠ ফিরে পেতে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ফিরে পেতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসী।

আজ শনিবার (৬ জুলাই) সকাল ১১ টার সময় বেনাপোল- যশোর মহাসড়কের বেনাপোল চেকপোস্ট এলাকায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন পৃথক পৃথক মিছিল নিয়ে চেকপোস্ট এলাকায় জড়ো হন। এ সময় তাঁরা ‘আমাদের মাঠ ফিরিয়ে দাও’, ‘রক্ত দেব মাঠ দেব না’, ‘মাদকমুক্ত সমাজ চাই, সে জন্য মাঠ চাই’, ‘এই মাঠ ছাড়ব না, প্রতিভা বিকাশে মাঠ চাই’ লেখাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন। বিকল্প খেলার মাঠ দেয়ার প্রস্তাবে বিদ্যালয় কর্তপক্ষ ও এলাকাবাসীর সাথে সমঝোতায় এ মাঠটি ২০১১ সালে বেনাপোল স্থল বন্দর কতৃপক্ষ অধিকার করেন। এ ব্যাপারে একাধিকবার যশোরের জেলা প্রশাসকের মৌখিকভাবে এবং আবেদন করেও আজ পর্যন্ত বিদ্যালয়কে দেয়া হয়নি খেলার মাঠটি।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে কোনো খেলার মাঠ না থাকায় খেলাধুলা করতে পারছি না। বন্ধ রয়েছে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারের কাছে দাবি অবিলম্বে খেলার মাঠ ফেরত দেয়া হোক। মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলে বেনাপোল পৌরসভার সাদিপুর ওয়ার্ডের কমিশনার সুলতান আহমেদ বাবু ও বড় আঁচড়া ওয়ার্ডের কমিশনার কামাল হোসেনসহ কয়েক হাজার মানুষ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

অভিভাবকদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব খেলার মাঠটি উঠতি বয়সের কোমলমতি শিক্ষার্থীদের ফিরিয়ে দিয়ে তাদের সুষ্ঠু পরিবেশ ও মাদকের করালে গ্রাস থেকে রক্ষা মুক্ত করুন।

বেনাপোল বড় আঁচড়া ৯ নম্বর ওয়ার্ডের কমিশনার কামাল হোসেন বলেন, বিগত ১৩ বছর আগে বন্দরের সার্থে এবং ভিন্নস্থানে খেলার মাঠ তৈরী করে দেওয়ার শর্তে বেনাপোল বড় আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি সরকার অধিগ্রহণ করেন। দীর্ঘ সময় পার হয়ে গেলেও স্কুল এবং এলাকাবাসী খেলার মাঠটি ফিরে পায়নি। এজন্য জেলার অভিভাবক জেলা প্রশাসকের কাছে আবেদন জানাচ্ছি এলাকাবাসী এবং কোমলমতি শিক্ষার্থীদের মাদকের হাত রক্ষা করতে জরুরীভাবে খেলার মাঠটির সু-ব্যবস্থা করুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট