দাকোপ(খুলনা)প্রতিনিধি:: দাকোপে উপজেলা পর্যায়ে মেরেজ রেজিস্টারদের সাথে মেন্টরশিপ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫জুন সোমবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা হল রুমে নয়টি ইউনিয়নের পুরোহিত ও কাজীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ডভিশন নবযাত্রা টু এর ইউএসএআইডি’র প্রকল্পের অর্থায়নে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের আয়োজনে এ সভা হয়। বাল্যবিবাহ রোধে ওয়ার্ল্ডভিশন প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্পেশালিষ্ট অফিসার স্টেফিন হেমব্রুম পরিচালনা করেন। উপজেলা পর্যায়ে মেরেজ রেজিস্টারদের সাথে মেন্টরশিপ সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন থানা পুলিশের এস,আই সুজাউদ্দৌলা, এ,এসআই রামপ্রসাদ, ওয়ার্ল্ডভিশন নবযাত্রার স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সহকারি অশোক রুদ্র চকক্রবর্তীসহ ৯টি ইউনিয়নের বিবাহ রেজিস্টার কাজী ও পুরোহীতগন।#
Leave a Reply