1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতিসংঘের সতর্কতা, ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু জুলাই সনদে ২৩ দলের মতামত প্রদান গণমাধ্যমকে সতর্ক করছি, হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা-অন্তর্বর্তী সরকারের বিবৃতি শার্শায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার খুলনায় যাত্রীবাহী ট্রলার ও ফেরির সংঘর্ষে নিখোঁজদের উদ্ধার অভিযানে কোস্টগার্ড পাইকগাছায় কালিনগর বেড়িবাঁধ পরিদর্শনে বিএনপি নেতা ডা. আব্দুল মজিদ নবজাতক শিশুর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড মোংলায় কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ চোরা শিকারী আটক পাইকগাছায় নদীভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন চার মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়েও চাল আমদানি শুরু

শহীদদের তালিকায় এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে-নাহিদ ইসলাম

  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বুধবার (৪ আগস্ট) মিরপুরের পাইকপাড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত কলেজশিক্ষার্থী আহনাফের বাসায় যান তিনি। সেখানে আহনাফের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে নাহিদ এ কথা জানান।

তিনি বলেন, ‍‍`ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। গণঅভ্যুত্থানে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি।‍‍`

নাহিদ আরও বলেন, ‍‍`খুব শিগগির সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে। সেখানে আপনাদের উপস্থিতি কাম্য।‍‍`

তিনি বলেন, ‍‍`আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের দেশ মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহীদ হয়েছেন। তাদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে।‍‍`

‍‍`শহীদদের জন্যই আমরা বেঁচে আছি। স্বাধীনভাবে প্রাণ খুলে কথা বলতে পারছি,‍‍` যোগ করেন তিনি।

তথ্য উপদেষ্টা আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোঁজখবর নেন এবং এখন থেকে যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।

এসময় বাসায় আহনাফের মা, বাবা, দুই ভাই ও খালা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদ শফিক উদ্দিন আহমেদ আহনাফ (১৭) রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুর-১০ এ পুলিশের গুলিতে নিহত হন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট