দাকোপ প্রতিনিধি:: কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে ডিআইডিআরএম প্রকল্প এবং ডিজাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় দাকোপ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সিবিএম গ্লোবাল সুইজারল্যান্ডের অর্থায়নে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবন হল রুমে ডিআইডিআর অফিসার জ¦লন্ত ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। এ সময় অন্যাদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার, মাধ্যমিক শিক্ষা অফিসার পরিতোষ আউলিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সরদার, আ্ইসিটি কর্মকর্তা সমীর কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মনোজ কান্তি রায়, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইনচার্জ মোঃ আবুল বাসার, সিসিপি’র উপজেলা লিডার দেবাশিষ ঢালী,বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ,দুর্যোগ ব্যবস্থাপনার নেতৃবৃন্দ। প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন প্রকাশ রায়, সুদীপ সরকার, প্রভাতী রায়, বরুনা বিশ্বাস এবং প্রীতিলতা সরকার প্রমুখ।
Leave a Reply