1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ইউরোপকে সতর্ক করলো রাশিয়া ৬২ পুলিশ কর্মকর্তার পদোন্নতি ও বদলি যুবদের ছোট প্রচেষ্টাই দেশের জন্য বড় অর্জনের পথ তৈরি করবে-প্রধান উপদেষ্টা পাইকগাছায় নবলোক ও ওয়াটার এইডের সাথে পৌর কর্মকর্তাদের মতবিনিময় মায়ানমার জলসীমায় ঝুঁকি এড়াতে কোস্টগার্ডের জনসচেতনতামূলক সভা কয়রায় শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশনের সদ্য অবসরোত্তর ছুটিতে থাকা দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা বাগেরহাটে হরতাল প্রত্যাহার, নির্বাচন কার্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ চোরা শিকারি আটক এক বছরে বেনাপোল বন্দর দিয়ে ৪৭০ কোটি টাকার মাছ রপ্তানি

২৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ

  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক :: বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ রানে অল আউট হওয়ার পর ব্যাট করতে নেমে সহজেই লিডের দেখা পেয়েছে ভারত। যস্বশী জয়সোয়ালদের মারকুটে ব্যাটিংয়ে ৯ উইকেট হারিয়ে ২৮৫ রান করে ৫২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এরপর ব্যাট করতে নেমে দুই টাইগার ওপেনার দেখেশুনেই খেলছিলেন। তবে রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে ২ উইকেট হারিয়েছে সফরকারীরা। ২ উইকেটে ২৬ রান করে ভারতের চেয়ে ২৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছে টাইগাররা।

ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করার পর ব্যাট করতে নেমে দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসান দেখেশুনেই খেলছিলেন। প্রথম সাত ওভারে স্কোরবোর্ডে ওঠে ১৮ রান। তবে অষ্টম ওভারে রশিনের করা বলে আউট হন জাকির। ১০ রান করে সাজঘরে ফিরেন তিনি।

এরপর বাকি দিনটা কাটিয়ে দেয়ার জন্য নাইটওয়াচম্যান হিসেবে আছেন হাসান মাহমুদ। টাইগার এই ব্যাটার মাঠে এসেই চারও হাকিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাকেও ফিরতে হয়েছে। অশ্বিনের বলেই তিনিও আউট হয়ে সাজঘরের পথ ধরেন। এরপর ক্রিজে সাদমানের সঙ্গী হন মমিনুল হক। ২৬ রানে পিছিয়ে থেকে দিন শেষ করে বাংলাদেশ।

এর আগে ভারত আজ প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে যশ্বসী জয়সোয়ালের ৭২ এবং লোকেশ রাহুলের আগ্রাসী মেজাজে খেলা ৬৮ রানের ইনিংসের সুবাদে সহজেই লিডের দেখা পায় ভারত। ৫২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট