1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন

পাইকগাছায় সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল ওয়াহাব কে দায়িত্ব অর্পণ

  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা):: শিক্ষার্থীদের তৃতীয় দিনের আন্দোলন শেষে সিনিয়র শিক্ষক আব্দুল ওয়াহাব কে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

সোমবার দুপুরের পর শিক্ষক শিক্ষার্থীদের সাথে আলোচনা করে মাধ্যমিক উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ পরিচালক কামরুজ্জামান এর নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এমন সিদ্ধান্ত নিলে আন্দোলন থেকে সরে দাঁড়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায়ের পদত্যাগ সহ নতুন স্কুল কমিটি গঠন, নতুন রুটিন তৈরি, পরীক্ষা পেছানো, জানুয়ারি মাসেই শিক্ষা সফর, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করা, আইডি কার্ড প্রদান, নির্দিষ্ট প্রশ্ন ফি নেওয়া, ২০২৫ সালের ৭ম,৮ম,৯ম,ও ১০ ম শ্রেণির ক্রীড়া, সাংস্কৃতিক ও প্রিন্টিং ফি না নেওয়া, জানুয়ারি থেকে নতুন বহুতল ভবনে ক্লাস শুরু করা ও সকল শ্রেণির কার্যক্রম এক সাথে শুরু করা ও একই সাথে ছুটি প্রদান সহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা গত ২০ নভেম্বর থেকে আন্দোলন করে আসছিল। সর্বশেষ সোমবার সকালে শিক্ষার্থীর পুরাতন পরিবহন স্ট্যান্ড মোড়ে প্রধান সড়কে অবস্থান নিয়ে তাদের চলমান আন্দোলন অব্যাহত রাখে কয়েক ঘন্টা পর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল হক তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করেন। শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকলে শেষ মেষ দুপুরের দিকে উপ পরিচালক কামরুজ্জামান শিক্ষক শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পরবর্তী নতুন প্রধান শিক্ষক না আসা পর্যন্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল ওয়াহাব স্কুলের দায়িত্ব পালন করবেন এবং চলমান কার্যক্রম চালিয়ে যাবেন এমন সিদ্ধান্তের আলোকে অচলাবস্থার নিরসন করেন। একইসাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায়ের দায়িত্ব থেকে অব্যাহতি অথবা বদলির বিষয় টি বিধি মোতাবেক উর্দ্ধতন কতৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এমন সিদ্ধান্ত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, সহকারী পরিদর্শক বাবুল হাওলাদার, অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র গাইনি কনসালটেন্ট ডা. সুজন কুমার সরকার, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, শিক্ষার্থী প্রতিনিধির মধ্যে নবম শ্রেণির ফারহানা ইসলাম রিতু, শেখ আয়েশা রহমান শশী, নওরীন জাহান স্বর্ণা ও সৈয়দা তানহা জেরিন মৌ, অষ্টম শ্রেণির জারিন তৌফা এশা ও আকসারা নেওয়াজ রাহাত, ৭ম শ্রেণির সুমাইয়া তাবাসসুম এবং ৬ষ্ঠ শ্রেণির আরফিনা আক্তার সাজ।

এছাড়া অত্র প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট