1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
পাঁচশ’ গ্রাহকের টাকা নিয়ে উধাও রেনেসাঁ’র কর্ণধারদের বিরুদ্ধে মামলা খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমানের দায়িত্ব গ্রহণ বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৬ ট্রাকে করে ১২৬০ মেট্রিক টন চাল আমদানি ৮ উইকেটের বড় ব্যবধানে জিতল বাংলাদেশ জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর ভারতীয়দের বড় অংশ বাংলাদেশ, পাকিস্তান, চীন ঘনিষ্ঠতা নিয়ে শঙ্কিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন-অন্তর্বর্তী সরকারের বিবৃতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক কাল খুলনায় গণঅভ্যুত্থান বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সোমবার পাইকগাছার নদী থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার

মোংলা বন্দরে বাড়ছে বিদেশি জাহাজ ছয় মাসে আয় ২১০ কোটি টাকা

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: নতুন বছরের শুরু থেকে দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলায় বিদেশি জাহাজের আগমন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমদানি রপ্তানি বেড়েছে। দেশের মেগা প্রকল্পের মালামাল নিয়ে প্রতি সপ্তাহে বন্দরে ভিড়ছে বড় বড় বাণিজ্যিক জাহাজ। এছাড়াও অন্যান্য বছরের তুলনায় মোংলা বন্দর দিয়ে রিকন্ডিশন গাড়ি আমদানি বৃদ্ধির পাশাপাশি কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে। ২৪ ঘন্টাই কর্মমূখর থাকছে পুরো বন্দর এলাকা।
বন্দর কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের শুরু থেকে মোংলা বন্দরে বিদেশি বানিজ্যিক জাহাজের আগমনে বৃদ্ধি পাচ্ছে। ১০ জানুয়ারি বন্দর জেটিতে দুইটি কন্টেইনার জাহাজ, রুপপুর পাওয়ার প্লান্টের মালামাল নিয়ে এবং বন্দরের বিভিন্ন পয়েন্টে মোট ১৮ জাহাজ অবস্থান করছে।
৭.৫০ মিটার গভীরতা এম ভি পাকান্ডা এন্টিগুয়া ও বারমুডা পতাকাবাহী ১৪২.৭০ মিটার দৈর্ঘ্যের কন্টেইনার জাহাজ পিপি জেটি নং ৭ এ আগমন করেছে । জাহাজটিতে ১৯০ টিইইউজ কন্টেইনার আসছে। মার্কস ঢাকা নামে আরেকটি কন্টেইনারবাহী জাহাজ পিপি জেটি নং ৮ এ আসবে ২০৭ টিউজ নিয়ে । জাহাজটি পানামা পতাকাবাহী ১৮৬ মিটার বিশাল দৈর্ঘ্য ও গভীরতা ৭.১০ মিটার ।রাশিয়ান পতাকাবাহী এম ভি মেলিনা জাহাজটি রুপপুর পাওয়ার প্লান্ট এর জেনারেল কার্গো (মেশিনারী) নিয়ে বন্দরের ৯ নং জেটিতে অবস্থান করছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোংলা বন্দরে ২৮ টি বানিজ্যিক জাহাজ আগমন করে আজ পোর্ট লিমিট এর মধ্যে ১৮ টি বানিজ্যিক জাহাজ রয়েছে। বর্তমানে পশুর চ্যানেলে অবস্থানরত ১৮ টি বাণিজ্যিক জাহাজসমুহে আমদানীকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য কয়লা , সার (জিপসাম,ড্যাপ ফার্টিলাইজার, টিএসপি, এম ও পি), ক্লিংকার, এলপিজি , কন্টেইনার পরিবাহী, পাথরের জাহাজ রয়েছে।
“২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে মোংলা বন্দর দিয়ে ৪১৩ টি বাণিজ্যিক জাহাজের আগমন করে। ১০ হাজার ৩৮৬ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়, গাড়ী বহনকারী ১০ টি জাহাজের মাধ্যমে ৫ হাজার ৬৩৭ টি গাড়ি আমদানি হয়। এ সময়ে বন্দর দিয়ে ৫২ লাখ ৮৪ হাজার ৪৭১ মে.টন আমদানি-রপ্তানি হয় এবং ২১০ কোটি টাকা রাজস্ব আয় করতে সক্ষম হয়েছে।
২০২২-২০২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২০২৪ অর্থবছরের প্রবৃদ্ধি যথাক্রমে বিদেশী বাণিজ্যিক জাহাজ আগমনের ক্ষেত্রে ২.৩০%, কার্গো ৯.৭২%, কন্টেইনার ১৬.৭৮% এবং গাড়ির ক্ষেত্রে ১৩% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট