1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মদিনার উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রিন্সেস সারাহ সংখ্যালঘু ইস্যুতে ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করল বাংলাদেশ ওসমান হাদির খুনিরা ভারতে পালিয়েছে, ২ সহযোগী মেঘালয়ে আটক-ডিএমপি নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার শপথ নিলেন ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা অগণতান্ত্রিকভাবে কমিটি বিলুপ্তির প্রতিবাদে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ সভা দাকোপে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত অ্যাডভোকেসি এজেন্ডা নির্ধারণে কর্মশালা পাইকগাছায় ইয়াবাসহ মাদক কারবারি আটক- ১ যশোরের মফস্বল এলাকায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

দল নিয়ে বিসিবির নির্বাচকদের ধুয়ে দিলেন সাবেক অধিনায়ক

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ নারী দলের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদ।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে শ্লেষাত্মক ভঙ্গিতে বিসিবিকে আক্রমণ করেছেন এই অভিজ্ঞ লেগস্পিনার।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে। দলে সুযোগ পেয়েছেন তিন তুলনামূলক কম অভিজ্ঞ ক্রিকেটার। উইকেটরক্ষক ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, স্পিনার নিশিতা আক্তার নিশি ও টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। এর মধ্যে ঝিলিক খেলেছেন মাত্র ৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টি, সুমাইয়া একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং নিশি দুটি ওয়ানডে।

এই দল ঘোষণার পর ফেসবুক পোস্টে রুমানা লিখেন, অসাধারণ আপনাদের পরিকল্পনা। বিশ্বকাপে যে সাহসটা আপনারা দেখিয়েছেন এবং যে চ্যালেঞ্জ আপনারা নিয়েছেন, আসলেই বিরল হয়ে থাকবে। তবে তাদের আরেকটু অভিজ্ঞ করে বিশ্বকাপ দলে নেয়া উচিত ছিল। অভিজ্ঞতা অর্জনের জন্য সামনে অনেক সময় আছে।

বাংলাদেশ নারী দল প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল ২০২২ সালে। সেবার দলটি ৭ ম্যাচে জয় পায় কেবল একটি। সেই দলের অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে জ্যোতি, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মণি ও নাহিদা আক্তার আবারও জায়গা পেয়েছেন। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ জাহানারা আলম ও রুমানারা।

রুমানা বলেন, বিশ্বকাপে অভিজ্ঞ ক্রিকেটাররাই খেলে। বিশ্বকাপ থেকে শিক্ষা নেয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আশা করি এই বিশ্বকাপ থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবেন।

যদিও শেষ পর্যন্ত তিনি দলকে শুভকামনাও জানিয়ে লিখেন, বিশ্বকাপ দলে থাকা সকল ক্রিকেটারকে অভিনন্দন। অবশ্যই সবার ভালো পারফরম্যান্স আশা করছি। সেই সঙ্গে নির্বাচক প্যানেলকে অভিনন্দন বিশ্বকাপের মতো জায়গায় এতগুলো নতুন মুখ উপহার দেয়ার জন্য। আপনাদের সাহসিকতা সত্যিই প্রশংসনীয়।

২০১১ থেকে ২০২৪ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫০ ওয়ানডে ও ৮৭ টি-টোয়েন্টি খেলে ১২৫ উইকেট নিয়েছেন রুমানা। এ বছরের মে মাসেও তিনি বিসিবির বিরুদ্ধে নিজের ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ তুলে বিচার চেয়েছিলেন।

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশসহ অংশ নেবে আট দল। তারা হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। রাউন্ড রবিন ফরম্যাটে হবে গ্রুপ পর্বের ২৮ ম্যাচ, এরপর দুই সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ৩১ ম্যাচ। ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে কলম্বো, মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম, ইন্দোরের হোলকার স্টেডিয়াম, গুয়াহাটির বর্ষাপাড়া এবং বিশাখাপত্তনমের ওয়াই এস রাজাশেখর রেড্ডি স্টেডিয়াম।

সবশেষ ২০২২ বিশ্বকাপে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট