1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওসমান হাদির মৃত্যুতে বিএনপির গভীর শোক বাংলাদেশ-ভারত সম্পর্ক, ১৯৭১ পরবর্তী কঠিনতম পরীক্ষার মুখে নয়াদিল্লি বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরল ২৪ জন নারী পুরুষ ও শিশু গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন করল উপদেষ্টা পরিষদ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি: ‘যমুনা ঘেরাও’য়ের আল্টিমেটাম অবশেষে ২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে নিয়োগ দিল সরকার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি মারা গেছেন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা জব্দ চিতলমারীতে জাগরণী চক্র ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ চিতলমারীতে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আ’লীগ নেতা গ্রেপ্তার

জিপিএ-৫ পেয়েছে ৫৯৯৫ জন যশোরে এইচএসসিতে ফল বিপর্যয়: পাসের হার ৫০.২০ শতাংশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যশোর শিক্ষা বোর্ডে এ বছরের এইচএসসি পরীক্ষায় ফলাফলে বিপর্যয় নেমে এসেছে। সারাদেশের তুলনায় বোর্ডটির পাসের হার প্রায় তলানিতে ঠেকেছে।

পাসের হার মাত্র ৫০.২০ শতাংশ, যা স্মরণকালের মধ্যে সর্বনিম্ন। তবে বোর্ড কর্তৃপক্ষ একে “ফল বিপর্যয়” বলতে নারাজ।

বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মাৎ আসমা বেগম।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর যশোর বোর্ডের অধীনে ১০ জেলার মোট ১ লাখ ১২ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৫৬ হাজার ৫০৯ জন। তিনটি বিভাগে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা নিম্নরূপ

বিজ্ঞান বিভাগ: ২১ হাজার ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫ হাজার ৯৩১ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৮১ জন।

মানবিক বিভাগ: ৭৮ হাজার ৯৯৯ জনের মধ্যে পাস করেছে ৩৪ হাজার ৩ জন, জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৭৯ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগ: ১২ হাজার ৩৯৫ জনের মধ্যে পাস করেছে ৬ হাজার ৫৭৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৪৩৫ জন।

সব মিলিয়ে এবারে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী।

জেলা পর্যায়ে পাসের হারে শীর্ষে রয়েছে যশোর, যেখানে পাসের হার ৫৮.২৫ শতাংশ।

অন্যান্য জেলাগুলোর মধ্যে খুলনায় ৫৩.৯৮%, সাতক্ষীরায় ৫২.৬৪%, চুয়াডাঙ্গায় ৫০.৩৫%, কুষ্টিয়ায় ৪৮.৮৫%, মেহেরপুরে ৪৮.৫১%, নড়াইলে ৪৬.৪৬%, ঝিনাইদহে ৪৫.০৭%, বাগেরহাটে ৪১.৮৫% এবং মাগুরায় সর্বনিম্ন ৩৭.৪৬% শিক্ষার্থী পাস করেছে।

গত বছর যশোর বোর্ডে গড় পাসের হার ছিল ৬৪.২৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৭৪৯ জন। এবার শুন্য পাসের কলেজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০টি।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আব্দুল মতিন বলেন, “জুলাই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতি ছিল। তবে খাতার যথার্থ মূল্যায়ন হয়েছে। অসুস্থ প্রতিযোগিতা থেকে আমরা বেরিয়ে এসেছি, তাই পাসের হার কমেছে।”

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মাৎ আসমা বেগম বলেন, “ফলাফল আমাদের প্রত্যাশার চেয়ে কম। তবে শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবীদের এগিয়ে আনতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট