1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন-প্রধান উপদেষ্টা রাজনীতিক ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ বিমানবন্দরে এভসেক-কাস্টমসের যৌথ অভিযান: প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পণ্য জব্দ বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছেছে বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে অর্ধকোটি টাকার অবৈধ পণ্য জব্দ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চিতলমারীতে কৃষক দলের দোয়া মাহফিল নির্বাচিত হলে প্রথম কাজ হবে এ অঞ্চলের নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ-আমীর এজাজ খান চিতলমারীতে এনসিপি’র দলীয় কার্যালয় উদ্বোধন পাইকগাছায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

অগ্নিকাণ্ড নাশকতা কি না তদন্তের পর বলা যাবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: দেশে কয়েক দিনের মধ্যে বড় ধরনের একাধিক আগুনের ঘটনাকে অনেকেই নাশকতা হিসেবে আশঙ্কা করছেন। এ বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তের পরই সিদ্ধান্তে আসা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সভার আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে সম্প্রতি কয়েকটি আগুনের দুর্ঘটনা ঘটেছে, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্ন, এসব অগ্নিকাণ্ড নাশকতা কি না, জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের আগে এখনই কিছু বলা যাবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, যারা রেমিট্যান্সযোদ্ধা তাদের বিষয়ে আলাপ হয়েছে। এখন থেকে রেমিট্যান্সযোদ্ধাদেরকেও সাধারণের মতো পাসপোর্ট ফি দিতে হবে। পাসপোর্ট ফি সবার জন্য সমান রাখা হবে।

তিনি বলেন, আমরা সবসময় রেমিট্যান্সযোদ্ধা বলি, কিন্তু যে সম্মান তারা পাওয়ার যোগ্য তা অনেক ক্ষেত্রে পাই না। এজন্য আপাতত তাদের পাসপোর্টের ফি কমানো হবে।

কতটুকু কমানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে আলোচনা করে কতটুকু কমানো যায়, তা নির্ধারণ করা হবে। এছাড়া যেহেতু তারা বিমানে ভ্রমণ করে, বিমানে এবং বিমানবন্দরে সেবার মান উন্নয়নে কাজ করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে প্রবাসীদেরও ই-পাসপোর্ট করে দেওয়া হবে। ইতিমধ্যেই ই-গেট ইনস্টল হয়ে গেছে এবং দুই-চার দিনের মধ্যে ই-পাসপোর্ট কার্যকর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট