1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুলনায় অবৈধভাবে নির্মিত ভবন ও স্থাপনাসমূহের অংশবিশেষ অপসারণ বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ শুরু ১ নভেম্বর, থাকবে কঠোর ১২ শর্ত জাতীয় নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে-প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে সেনা ও নৌবাহিনীর ৯২৫০০ সদস্য মোতায়েন থাকবে পাইকগাছায় ইউএনও’র মানবিক উদ্যোগে প্রতিবন্ধী পেলো হুইলচেয়ার রামপালে ‘মৎস্য ও প্রক্রিয়াজাত মৎস্য পণ্য উৎপাদনকারী এবং ব্যবসায়ীদের বাজার সংযোগ বিষয়ক কর্মশালা’ পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা সিভিল সার্ভিসে নতুন যোগদানকারী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সভা বাগেরহাটের গ্রাম আদালত বিষয়ক ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ত্রৈমাসিক সমন্বয় সভা।

বাগেরহাটের গ্রাম আদালত বিষয়ক ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ত্রৈমাসিক সমন্বয় সভা।

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের রামপাল উপজেলার গ্রাম আদালত বিষয়ক ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ত্রৈমাসিক সমন্বয় সভা মংগলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত বিষয়ক প্রকল্পের ডি এম অ্যাডভোকেট মোঃ তৌফিকুল ইসলাম। এ সময় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তাগন এর সাথে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক বিষয়ে আদালতের রেজিস্টার ফরম ফরমেট বিতরণ করা হয়, একই সাথে ত্রৈমাসিক কার্যক্রম উপস্থাপনে গ্রাম আদালতের মামলা বাড়ানোর বিষয়ে পরামর্শ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত গুরুত্বতার সাথে প্রত্যেকটা ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালতের কার্যক্রমের বিষয়ে আলাপ-আলোচনা করেন। কোন কোন ইউনিয়ন পরিষদের কি সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা ও সমস্যার সমাধানের নির্দেশনা প্রদান করেন। মাসের সঠিক সময়ে মামলার রিপোর্ট করা। এবং প্রত্যেক মাসে সব কয়টি ইউনিয়ন পরিষদ থেকে কমপক্ষে পাঁচটি করে মামলা টার্গেট করে নিষ্পত্তি সহ সার্বিকভাবে জনগণের সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন । তিনি আরো বলেন গ্রাম আদালতের উপরে মানুষের আস্থা বাড়াতে বিভিন্ন ভাবে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের উপরে প্রচার-প্রচারনার কার্যক্রম চালিয়ে যেতে হবে।
যেমন প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক মাইকিং করতে হবে, ফেস্টুন ও দেয়াল লিখন এর কার্যক্রম চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, মনিরুল হক সরদার উপজেলা সমন্বয়কারী বাগেরহাট সদর ও রামপাল। অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রশাসন, রামপাল, বাগেরহাট।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট