1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে-প্রাণিসম্পদ উপদেষ্টা বিএনপি নেতা এরশাদের সঙ্গে গুলিবিদ্ধ বাবলার মৃত্যু সতের বছর পর চিতলমারী ব্যবসায়ীদের নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা রুবাবাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, সমালোচনার মুখে ডিলিট করলেন ইরফান বিসিবি থেকে পদত্যাগ করলেন সালাহউদ্দিন যুদ্ধবিরতিতেও ত্রাণ প্রবেশে বাধায় ক্ষুধার্ত গাজা নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে-সেনাসদর উড্ডয়নের সময় ত্রুটির কারণে মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্ত গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ

রুবাবাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, সমালোচনার মুখে ডিলিট করলেন ইরফান

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:: করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত বিসিবি পরিচালক। রুবাবা দৌলাকে পরিচালক মনোনয়ন দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে এনএসসি।

তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিনটন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

সোমবার প্রথম বোর্ড সভায় যোগ দেন এ নারী পরিচালক। ‎এরপরই রুবাবা দৌলাকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

ফেসবুকে রুবাবা দৌলার ছবি পোস্ট করে তিনি লেখেন, এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে তাহলে আর আশা নাই।

তবে ইরফান সাজ্জাদের ওই পোষ্ট ভালোভাবে নেননি নেটিজেনদের একাংশ। অভিনেতার পোস্টকে নোংরামি বলে মনে করছেন তারা।

‎তুনাজ্জিনা সিকদার তুনা নামের ফেসবুক ব্যবহারকারী ইরফানের পোস্টের স্ক্রিনশট প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, জনাব ইরফান সাজ্জাদ দয়া করে আপনার সংবাদ উপস্থাপিকা স্ত্রী এবং নিজের কোনো বোনকে (যদি থাকে) জিজ্ঞেস করবেন তারা তাদের কর্মক্ষেত্রে আপনার ক্যাপশনের মতো কথা শুনতে কম্ফোর্টেবল কিনা?

 

‎এরপর তিনি আরও লিখেছেন, দ্বিতীয়ত, আমি জানি না আপনার সহকর্মীরা এরকম রসিকতা সহজভাবে নেয় কিনা। তবে হ্যাঁ, দুই ক্ষেত্রেই যদি আপনি ইতিবাচক উত্তরও পান তবু আপনার জেনে রাখা দরকার যে রসিকতা ও নোংরামির ভেতর একটা সূক্ষ্ম ফারাক আছে। যারা রসিকতা করে তাদেরকে আমরা সভ্য সমাজের মানুষেরা রসিক বলি। কিন্তু যারা আপনার ভাষার মতো রসিকতা করে তাদেরকে আমরা অশিক্ষিত ও নোংরা মানুষ হিসেবে কন্সিডার করি এবং তাকে নারীদের জন্য অনিরাপদ ধরে নেই। আশা করব আপনার সুবুদ্ধির উদয় হবে। ‎

‎সবশেষে তুনা লিখেছেন, আপনি আপনার এই নোংরা শব্দচয়নের জন্য জনসম্মুখে ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে কখনও আর কোনো মেয়েকে এভাবে সেক্সুয়ালাইজ করবেন না।

‎পোস্টটি নজর এড়ায়নি অভিনেতা ইরফানের। মন্তব্যের ঘরে অভিনেতা লিখেছেন, আপনি আমাকে কতটুকু চেনেন বা জানেন আমি জানি না। আমি সবসময় ভাবি আমি একজন খুব সাধারণ এবং সবার মতো আমিও বাংলাদেশ ক্রিকেটের একজন বড় ভক্ত। আপনি আমার পোস্ট খেয়াল করলে দেখবেন বাংলাদেশ ক্রিকেটের বাজে পারফর্মেন্স নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সার্কাজম পোস্ট করেছি। এটাও রসিকতামূলক পোস্ট ছিল! রুবাবা (রুবাবা দৌলা) আপু আমার ক্রাশ। আমি তাকে স্বাগত জানাই। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি বোঝাতে চেয়েছিলাম এত সুন্দর এবং মেধাবী একজন মানুষ বিসিবিতে যুক্ত হয়েছেন তারপরও যদি বাংলাদেশের খেলোয়াড়রা মোটিভেশন না পাই, পারফর্মেন্স না করে।

এরপর পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে নিয়ে এই তারকা লেখেন, যাই হোক আপনি যদি ভুল বোঝেন আমার কিছু করার নেই। আর পাবলিক তো পাবলিক! কোনো কিছু পোস্ট করলেই তো উল্টোপাল্টা কমেন্ট করে। অনেকে যেহেতু ভুল বুঝেছে তাই আমি পোস্ট সরিয়ে নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট